আমাদের কথা খুঁজে নিন

   

টার্গেট ১৪২০!

টুইটারে আসেন, আড্ডা দেই। @smnawed গত সপ্তাহে নাকি কোনও একটা প্রেস কন্ফারেন্স চলাকালীন সময়ে বিএনপি'র কোনও এক কর্তা নাকি হঠাৎ করেই বলে বসেছিলেন যে, "আমাদের টার্গেট ১৪২০"; কোনও এক মহকর্তার ইশারায় তিনি নাকি চুপ করে যান। এক ফ্যানপেজে দেখলাম এইটা নিয়ে বেশ হাসাহাসি হচ্ছে। সত্যি বলতে, কোনও রাজনীতিবিদের চিন্তাধারায় বাংলা সন ছিল, এইটা ভাবতেই তো ভালো লাগল। কিন্তু পরক্ষনেই ঘৃণা জন্মাল ঐ মহাকর্তার (সে যে-ই হোক) উপর।

দুঃখ তো ওখানেই যে 'বাংলা"-"বাংলাদেশ" বলে মুখে ফেনা তোলা রাজনীতিবিদরা আসলে মনে প্রানে দেশকে ভালোবাসে না। আর যারা এই দেশকে ভালবেসেই রাজনীতিতে এসেছে, তাদেরকে কোনও ভালো পোস্ট দেয়া হয় না। আওয়ামিলীগে'র রনি'র কথাই ধরুন। উনি তো অন্তঃত রুনি-সাগর হত্যাকান্ডের সময় পুলিশের ঢিলামীর বিরোধীতা করেছিলেন। একজন তো ভিশন ২০২১ (বাংলা সন জিজ্ঞাস করলে হয়ত বলতেও পারবে না) আর একজন তো জানেই না আগামীকাল তার মিশন কি? আওয়ামী-বাম-বিএনপি-হিপোক্রিট জামায়াত-বাম চামচা হেফাযত... সব কয়টারে দেশ থেকে বের করে দেয়া উচিত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।