আমাদের কথা খুঁজে নিন

   

এ যে বড় আজিব বাংলাদেশ !

জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ঠ, মুক্তি সেখানে অসম্ভব

যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া কি থেমে যাচ্ছে ? বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছে অনেকগুলো যুগোপযোগী ইশতেহার প্রদর্শন করার মাধ্যমে। তারা বাংলাদেশের মানুষের গণসমর্থন পাওয়ার পেছনে এই ইশতেহারগুলোর যথেষ্ট অবদান রয়েছে। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর তারা কয়টি নির্বাচনী ইশতেহার পালন করেছে বা করছে? বিগত নির্বাচনে এই সরকার তরুন সমাজের দৃষ্টি আকর্ষন করতে পেরেছিল কারন তারা নির্বাচনী ইশতেহারে ‘যুদ্ধাপরাধীদের বিচার’ কে যথেষ্ট গুরুত্ব দিয়েছিল যা এখন অনেকটাই স্থবির অবস্থায় রয়েছে। কিন্তু এই সরকার যদি যে কোন চাপের কাছে নতি স্বীকার করে যুদ্ধাপরাধীদের বিচার না করে অথবা বিচার প্রক্রিয়া স্থবির অবস্থায় রাখে তাহলে এর প্রতিদান তাদের কে দিতে হবে, দিতে হবেই। ১৯৭১ এর দালাল এবং তার সহযোগী অঙ্গ-সংগঠনগুলো বাংলাদেশে ধর্ম ব্যবসায় মগ্ন । তারা ধর্মের নামে ধর্মভীরু মানুষের বিশ্বাস নিয়ে সাপ-লুডু খেলায় ব্যাস্ত। একদিকে তারা স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে আবার সেই সব রাজাকারগুলিই মুক্তিযোদ্ধা পরিষদ গঠন করে। এ যে বড় আজিব বাংলাদেশ! ৭১ এর রাজাকার গুলো বাংলাদেশে যে অন্যায়, অত্যাচার করেছিল তা কি ক্ষমার যোগ্য? কার ছেলে মুক্তিযোদ্ধে গিয়েছে অথবা কোন বাড়ি বা এলাকায় মালাউনেরা(হিন্দুরা) থাকে, কোন বাড়িতে সুন্দরী কুমারী মেয়ে আছে, কার বাড়িতে আগুন দিতে হবে , কার বাড়িতে কত ভরি স্বর্ণ , গোলাভরা ধান আছে ???? এই সব তথ্য পাকিস্তানী কুত্তাদেরকে কারা দিয়েছিল? কারা বাংলার গ্রাম্য এলাকার রাস্তা-ঘাট হানাদার বাহিনীকে চিনিয়ে দিয়েছিল ? কারা বুদ্ধিজীবিদের হত্যা করেছিল? আমরা কি ভুলে গেছি সেই সব রাজাকারদের কাহিনী !!! সবকিছু জানার পরও এই আমরাই তাদেরকে নির্বাচনে ভোট দেই, তাদের গাড়িতে লাল সবুজের পতাকা লাগানোর সুযোগ দেই !!! এ যে বড় আজিব বাংলাদেশ ! স্বপ্নের বাংলাদেশ কি স্বপ্নই থেকে যাবে ? খাতা-কলমে উন্নতি না হয়ে, কবে বাস্তবে উন্নতি সাধিত হবে? এ দেশের একজন ‘সচেতন’ নাগরিক হিসাবে এই টুকু কি আমি চাইতে পারিনা ??? অনুপম রায়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।