আমাদের কথা খুঁজে নিন

   

আজ আরো ৪৫ জন -দেশটাকি একটা ম্রিত্যুকুপে পরিণত হচ্ছে দিনে দিনে


বাংলাদেশ কি একটা ম্রিত্যুকুপে পরিণত হচ্ছে দিনে দিনে ..... কক্সবাজার-বান্দরবানে পাহাড় ধস, নিহত ৪৫ উপরের খবরটি পরে দেখুন ...... এ পর্যন্ত ম্রিত্যুর সংখ্যা ৪৫ । কক্সবাজারের সীমান্ত উপজেলা উখিয়া ও টেকনাফে দুই দিনের টানা বর্ষণে মঙ্গলবার পাহাড় ধসে ৪০ জন এবং পানিতে ভেসে গিয়ে একজন মারা যায়। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসে মারা গেছে চারজন। আহত হয়েছে অন্তত সাত জন। http://news.bbc.co.uk/2/hi/south_asia/10315737.stm কক্সবাজারের রামু উপজেলার পর্যটন কেন্দ্র হিমছড়ি এলাকায় ৬ জন সেনা সদস্যের মৃত্যুর আশংকা করা হচ্ছে।

এদের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। ৫ জন মাটি চাপা পড়ে আছে। দুই সেনা সদস্যকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সড়কের উপর দিয়ে বৃষ্টির পানি প্রবাহিত হওয়ায় কক্সবাজার-টেকনাফ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিপুল সংখ্যক কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

ভোর ৪টার দিকে পাহাড় ধস ঘটে। পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন। রামু থানার ওসি মোহাম্মদ শাহজাহান জানান, সেনাবাহিনীর ১৭ ইসিবি'র (ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন) ৮ জন সদস্য পর্যটন কেন্দ্র হিমছড়িতে পাহাড় ধসে মাটি চাপা পড়েন। এদের মধ্যে দুজনকে জীবিত উদ্ধার করা হয়। ................ আমাদের সবকিছু কি লাশের নীচে চাপা পরে শেষ হবে ? দেশ জুরে এখন লাশের আর ম্রিত্যুর মিছিল ।

খুব মন খারাপ হয়ে গেল
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।