আমাদের কথা খুঁজে নিন

   

এক লাইনের কবিতা (সংবাদকর্মী)(৯৮১-৯৮৫)



১. সাংবাদিক কলমের ঠোটে সত্যের বীজ বোনে এক কলম সৈনিক, লাল সালাম তোমায় হে সাংবাদিক। ২. দর্পন দর্পনে যেমন বন্ধুর মুখ দেখা, তেমনি চিত্র যেন সাংবাদিকের লেখা। ৩. সৈনিক যুদ্ধ আজ যুদ্ধ চারিদিক, হে সাংবাদিক তুমিও বীর সৈনিক। ৪. আত্মতৃপ্তি হলুদ সাংবাদিকতার নামে টাকার পাহার গড়ার চেয়ে একজন মোনাতাজ উদ্দিন হওয়ায় আত্মতৃপ্তি অনেক। ৫. মিত্র অনিয়ম আর দূর্নীতির যত চিত্র, তুমি চিত্রশিল্পী হে সাংবাদিক আমজনতার মিত্র। ১৪/০৬/২০১০ প্রজাপাড়া-পীরগঞ্জ-রংপুর সন্ধ্যা ৬ টা ৪০মিনিট

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।