আমাদের কথা খুঁজে নিন

   

হে মুসলিম জ্ঞান অর্জন করা চাই, করা চাই ন্যায়বিচার প্রতিষ্ঠা

I have recognized God from the breaking of my plans ( Hazrat Ali [R.A] )

আফগানিস্থানে বিপুল পরিমান লিথিয়ামের খনি পাওয়া গেছে। পৃথিবীর ৭০% তেলের রিজার্ভ মুসলিম সংখ্যাগনিষ্ঠ দেশ গুলিতে। পৃথিবীর ৪৯% গ্যাস পাওয়া যায় মুসলিম দেশগুলিতে। আরো আছে ইউরোনিয়াম, যা নিউক্লিয়ার পাওয়ার প্লেন্টে ব্যাবহার করে ভবিষত পৃথিবী তার জ্বালানী(বিদ্যুতে) চাহিদা মিটাবে, তার ২১% বাতৃসরীক উতৃপাদন হয় মুসলিম দেশগুলিতে। এবার যোগ হল লিথিয়াম।

কি করা যায় এই লিথিয়াম দিয়ে, ব্যাটরিতে ব্যাবহার করা হয়। এখন কিছু গাড়ি ও বের হয়েছে লিথিয়াম আয়ন ব্যাটরি চালিত। এই লিথিয়াম আয়ন ব্যাট্ররি ব্যাবহার করা যেতে পারে ভবিষত গাড়িতে, আর এর জন্য বিদ্যুতিক স্টেশন থাকতে পারে, যেখান থেকে ব্যাটরি চেইংজ করে নেওয়া যায়। (ইসরাইলে পরিক্ষামূলক ভাবে এই গাড়ি চালানো হয়েছে)। ভবিষতে হয়ত এই লিথিয়াম আয়ন ব্যাট্ররি এর গাড়ি মূল গাড়ির স্থান দখল করে নিবে, কারন তেলের গাড়ির পরিবেশ দূষণ বেশী।

বর্তমান পৃথিবী চলে তেলে পরে চলবে ইউরোনিয়ামে লিথিয়ামের সহায়তায়। আর এসব জিনিস পাওয়া যায় মুসলিমদেশ গুলিতে। জ্ঞান অর্জন কর হে মুসলিম ভাই, জ্ঞান অর্জন কর, যদি পৃথিবীর ১ নম্বর থেকে শুরু করে ১০০ পর্যন্ত ইউনিভার্সিটি গুলি মুসলিম দেশ গুলি থেকে হয় কেমন হবে? একটু চিন্তা করুন। আমাদের দুর্বার সামাজিক শক্তি যদি জ্ঞান অর্জনের কাজে লাগাই, পৃথিবীর ১ নম্বর জাতি হইতে কই কত দিন লাগবে? আমরা মদ খেয়ে বারে পরে থাকি না, আমাদের আছে ৫ ওয়াক্ত নামাজের এক অদ্ভুদ শক্তিশালী শৃংকলা। তাই আমরা যত দ্রুত দোড়ে যেতে পারব জ্ঞানের ভূবনে, সত্য মেনে ভেবে দেখুন, আর কেউ কি পারবে এভাবে? চলুন এগিয়া যাই আগের মত।

প্রথম আলোর খবরঃ আফগানিস্তানে বিপুল পরিমাণ খনিজ সম্পদের সন্ধান পাওয়া গেছে। এ আশাতীত সম্পদ আবিষ্কারে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের চেহারা পাল্টে যেতে পারে। মার্কিন বিশেষজ্ঞরা ধারণা করছেন, আজকের আফগানিস্তান বিশ্বের খনিজ সম্পদের কেন্দ্রভূমি হয়ে উঠতে পারে। আবার এই সম্পদকে কেন্দ্র করে দেশটিতে জাতিগত সহিংসতা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ ও পেন্টাগন থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে দ্য নিউইয়র্ক টাইমস গতকাল শনিবার জানায়, মার্কিন বিশেষজ্ঞরা আফগানিস্তানের ভূগর্ভে বিপুল পরিমাণ মূল্যবান ধাতব পদার্থের সন্ধান পেয়েছেন।

এর মধ্যে রয়েছে তামা, স্বর্ণ ও মূল্যবান ধাতু লিথিয়াম। পেন্টাগন এবং মার্কিন ভূতত্ত্ববিদদের একটি দল বেশ কিছু দিন ধরে অনুসন্ধান চালিয়ে আফগানিস্তানে এই খনিজ সম্পদের সন্ধান পায়। প্রতিবেদনে বলা হয়, বর্তমান সময়ে শিল্প-প্রযুক্তির জন্য লিথিয়ামকে মহামূল্যবান খনিজ বলে মনে করা হয়। আফগানিস্তানে যে লিথিয়ামের সন্ধান পাওয়া গেছে ধারণা করা হচ্ছে, তাতে দেশটি অচিরেই সারা বিশ্বের খনিজ সম্পদের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। মার্কিন কেন্দ্রীয় সামরিক দপ্তর পেন্টাগনের অভ্যন্তরীণ এক প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তান ‘লিথিয়ামের সৌদি আরবে’ পরিণত হতে পারে।

লিথিয়াম ল্যাপটপ এবং মোবাইল ফোনের ব্যাটারি তৈরিতে ব্যাপকভাবে ব্যবহূত হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।