আমাদের কথা খুঁজে নিন

   

দুই ঘড়ি-রহস্য



শেষতক মেয়ের কথাই রাখলেন তিনি। গত শনিবারের আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচে স্বভাববিরুদ্ধ, ভদ্র-শোভন বেশেই মাঠে হাজির হয়েছিলেন ম্যারাডোনা! জাত অঘটনঘটনপটিয়সী এই আর্জেন্টাইন কোচ খেলার সময় ছিলেন চূড়ান্ত উত্তেজিত! পারলে যেন মাঠেই ঢুকে যান। বারকয়েক তো বলবয়েরও দায়িত্ব পালন করলেন। আর একটা গোল মিস করলেই বিচিত্র ভঙ্গিতে তাঁর ‘দূর ছাই!’ কিংবা ‘ইশ!’-এর প্রকাশ দর্শকদের বিমলানন্দ দিয়েছে পুরো ম্যাচে। তবে তার সঙ্গে সবার মনেই এখন একটাই প্রশ্ন, ম্যারাডোনার দুই হাতে দুটি ঘড়ি কেন? জাঁকালো সব ঘড়ির প্রতি দারুণ আকর্ষণ আছে ম্যারাডোনার।

তাছাড়া বাইরে কোথায় বেরোলে দুই ঘড়ি পড়া তাঁর পুরনো অভ্যাস। কারণ, বাইরে গেলে শুধুমাত্র স্থানীয় সময় দিয়েই তো চলে না, আর্জেন্টিনার সময়ও দেখা চাই ম্যারাডোনার! দুই ঘড়ির এই-ই হলো রহস্য। একসময় রোলেক্স ব্র্যান্ড ছিল বিশেষ পছন্দ, তবে এখন হিউব্লো স্পেশাল এডিশনের দুটি ঘড়িই শোভা পাচ্ছে তাঁর হাতে। চরম অপব্যায়ী হিসেবে ম্যারাডোনার খ্যাতিটাও বেশ পুরনো। কানের দুলটি তাঁর খাঁটি হীরার।

আর হোটেলের বাথরুমে দামি টয়লেট সিট বসিয়ে নিয়েছেন দক্ষিণ আফ্রিকায় এসেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।