আমাদের কথা খুঁজে নিন

   

সবচেয়ে বড় জয় জার্মানীর



চলতি বিশ্বকাপে সবচেয়ে বড় জয় পেল জার্মানী। ১ম দিনের ২টি খেলাই ড্র হয়েছিল। তার মধ্যে একটি ছিল গোলশুণ্য। কিন্তু ২য় দিনে ৩টি খেলাতেই প্রথম ১০মিনিটের মধ্যেই গোল হয়েছিল। আর্জেন্টিনার খেলার প্রথম ১০ মিনিট দেখে ধারনা হয়েছিল ৪-৫টি গোল হবে, কিন্তু শেষ পর্যন্ত ১টির বেশী গোল হয়নি।

সে দিক দিয়ে এবারের সবচয়ে বড় জয় পেল জার্মানী। তারা ৪-০ গোলে জিতেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। কিছুদিন আগে একটি পোস্টে লিখেছিলাম বালাক না থাকলেও জার্মান দলটি হেলাফেলা করার মতো নয়। কাল এর প্রমান মিললো। কাল এক পত্রিকায় পড়েছিলাম কোন এক জার্মান সাংবাদিক বলেছিল যে জার্মানী এবার নান্দনিক ফুটবল খেলবে।

কারন বিশ্বকাপ জিতলে কি পাওয়া যায়, একটি ট্রফি আর কিছু টাকা। টাকা তো তাদের ভালোই আছে, আর ট্রফিও তারা ৩ বার জিতেছে, এখন তারা চায় ভালো ফুটবল খেলে মানুষের ভালোবাসা জয় করতে। আমার ধারনা ছিল যে, কথাগুলো শুধু মাত্র একজন সাংবাদিকের এটি নিশ্চই তাদের কোচের ভাবনা নয় কারন যেখানে ব্রজিল এখন নান্দনিক খেলা ছেড়ে শুধু মাত্র জয় চায় সেখানে জার্মানী নান্দনিক খেলা খেলবে এমন ভাবা যায়? কিন্তু এখন দেখা যাচ্ছে যে জার্মানীর কোচও চাচ্ছেন নান্দনিক ফুটবল!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.