আমাদের কথা খুঁজে নিন

   

(মা) একটি শব্দের নামটি কত মধুর। কিন্তু এই কী সেই মা?????? সন্তানকে অপহরণের নাটক।

সকালের মিষ্টি রোদ পেরিয়ে আমি এখন মধ্যগগনে,
প্রেমিককে গাড়ি কিনে দিতে নিজ সন্তানকে অপহরণ করিয়ে স্বামীর কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ঈশ্বরদীতে। গত শনিবার এ ঘটনা প্রকাশ হলে সন্তানসহ ওই পাষণ্ড মা ঈশ্বরদী থেকে পালিয়েছে। এলাকাবাসী, পুলিশ, প্রত্যক্ষদর্শী ও কথিত অপহৃত স্কুলছাত্র স্মরণ এবং তার বোন তাম্মীর (১৪) সঙ্গে কথা বলে জানা যায়, ঈশ্বরদী ঈদগাহ রোডের তরিকুল ইসলাম মিন্টু দীর্ঘদিন সিঙ্গাপুর থাকার কারণে তার স্ত্রী সেলিনা ইয়াসমীন (২৭) ইয়াসিন নামে এক যুবকের সঙ্গে পরকীয়া প্রেমে মেতে ওঠে। এরই মধ্যে ইয়াসিন প্রেমিকা সেলিনার কাছে একটি দামি মোটরসাইকেল কিনে দেওয়ার দাবি করে। ইয়াসিনকে মোটরসাইকেল কিনে দিতে সেলিনা তার ছেলেকে অপহরণ করার নাটক সাজায়।

তাম্মী জানায়, একদিন একরাত পর তার ভাই স্মরণ ফিরে এলে সব ঘটনা ফাঁস হয়ে পড়ে। জানা যায়, সেলিনা ইয়াসমীন ছেলে স্মরণকে সঙ্গে নিয়ে বরইচারা এলাকায় গিয়ে এক আত্মীয়ের বাসায় রেখে বাড়িতে এসে প্রচার করে, তার ছেলেকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। এক পর্যায়ে সে তার সিঙ্গাপুর প্রবাসী স্বামীকে জানায়, দ্রুত দুই লাখ টাকা না দিলে অপহরণকারীরা স্মরণকে জবাই করে লাশ বাড়ি পাঠিয়ে দেবে। একথা শুনে সিঙ্গাপুর থেকে মিন্টু তার ভাইদের সহযোগিতায় দুই লাখ টাকা জোগাড় করে পাঠানোর সময় এলাকাবাসী এ বিষয়ে থানায় অবহিত করে। ঈশ্বরদী থানার ওসি সামিউল আলম জানান, ওই মহিলাকে তার সন্তান কীভাবে অপহৃত হলো তা নিয়ে জিজ্ঞাসাবাদ করার সময় অসংলগ্ন কথাবার্তার এক পর্যায়ে সব ঘটনা ফাঁস হয়ে পড়ে।

ঘটনার পরদিন শনিবার সকালে স্মরণ নিজেই রিকশা নিয়ে বাড়ি ফিরে এসে জানায়, তার মা এক আত্মীয়ের বাসায় তাকে লুকিয়ে রেখেছিল। http://www.shamokal.com/
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।