আমাদের কথা খুঁজে নিন

   

বায়ু বিদ্যুৎ বা উইন্ড জেনারেটর কি?

সততা ভালবাসি

অনেকেই দেখেছেন খোলা মাঠে বা সমুদ্রে বড় বড় পাখা ঘুরছে। এগুলো দেখতে পাখার মত মনে হলে ও এগুলো থাকে সাধারনত ভার্টিক্যালি অর্থাৎ টেবিল ফ্যানের মত করে। এত বড় পাখা দিয়ে হয়ই টা কি? এগুলো আসলে উইন্ড টারবাইন/উইন্ড জেনারেটর বা বায়ু বিদ্যুৎ। বাযূপ্রবাহ হতে ঘোরা বৃহৎ আকারের পাখা দ্বারা টারবাইন ঘুরিয়ে এই বিদ্যুত উৎপাদন করা হয়। বায়ুর গতি কমপক্ষে ৭-১০ এমপিএইচ(মাইল পার আওয়ার) হলে বিদ্যুত উৎপাদন সম্ভব।

ইউরোপের ডেনমার্ক, জার্মান, স্পেন, পর্তুগাল, সুইডেন প্রভৃতি দেশে এর ব্যাপক ব্যবহার হচ্ছে। বাংলাদেশে কক্সবাজার জেলার কুতুবদিয়া দ্বীপে পিডিবি ১টা উইন্ড টারবাইন প্রকল্প চালু করেছে। যেখান থেকে পিডবি ৯০০০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। এই বিদ্যুৎ এর সবচেয়ে বড় সুবিধা হল একবার বসান হলে এর রক্ষনাবেক্ষন ছাড়া আর কোন খরচ নেই। বায়ুতে চলে বলে এর কোন জ্বালানী খরচ নেই।

২০০৮সাল পর্যন্ত পৃখিবী ব্যাপি ১২১.১ গিগাওয়াট বায়ু বিদ্যুত উৎপাদনের রেকর্ড পাওয়া যায়। পৃথিবীর মোট উৎপাদিত বিদ্যুতের ১.৫% বায়ু বিদ্যুৎ। পূনব্যবহার ও জ্বালানিবিহীন হওয়ায় এর উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।