আমাদের কথা খুঁজে নিন

   

পতাকার অবমুল্যায়ন নিয়ে কিছু জিজ্ঞাসা

আমি ব্লগ লেখার চাইতে ব্লগ পড়তে ভাল বাসি।

আমরা বিভিন্ন সময় পতাকার অপব্যাবহার সম্পর্কে নানান কথা বলি। আমরা নাকি আবেগ প্রবন হয়ে পতাকার অবমুল্যায়ন করি। অন্য দেশের পতাকা টাংগানো নাকি সেই দেশকেও অপমান করা। কিন্তু কিন্তু ক্রীকেট খেলার সময় যে বাইরের দেশের মানুষ আমাদের পতাকা নিয়ে লাফালাফি করে আমদের কাছে কি তখন খারাপ লাগে নাকি ভাল লাগে। আমরা কি কেও বলি ঐ ফিরিঙ্গী গুলো আমাদের পতাকার অবমুল্যান করছে। আবার বিশ্বকাপ ক্রীকেটের সময় মন্দিরা বেদি পতাকা ওয়ালা শাড়ী পরে ছিল বলে সেটি নাকি ইন্ডীয়াকে অপমান করা হয়েছে।কিন্তু আমেরিকায় যারা কিনা খুবই দেশ প্রেমীক!! তারা যে পতাকা খচিত অন্ডারওয়্যার পরে এটি কি অবমুল্যায়নের পর্যায়ে পরেনা? আপনাদের মতামত জানতে চাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।