আমাদের কথা খুঁজে নিন

   

আজ জার্মানীর ম্যাচঃ অস্ট্রেলিয়ার লালসুতা দেখতে চাই

আমি বজ্র, আমি অবিনাশী/ আমি নরকে বসিয়া হাসি পুস্পের হাসি/ মোর এক হাতে বাঁকা প্রেমের বাঁশরী, আর হাতে রণতূর্য/ আমি মহাবিদ্রোহী রণক্লান্ত/ আমি সেইদিন হব শান্ত/ যেদিন আমার মনের মানুষ পরের ঘরে যাবেনা....না না না

সুদীর্ঘ ৪ বছর পরে আজ জার্মানী আবার বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে। একজন কট্টরপন্থী জার্মান সমর্থক হিসাবে আমি অবশ্যই আজকের ম্যাচে জার্মানীর নাছোড়বান্দা এ্যাটাকের পর এ্যাটাকে অস্ট্রেলিয়া কে দোমড়ানো-মোচড়ানো, নিচ দিয়ে লালসুতা বের হয়ে আসা অবস্থায় দেখতে চাইব। অবশ্য অস্ট্রেলিয়া গতবার ইটালির লালসুতা প্রায় বের করে ফেলেছিল। ঐবার ইটালি শুধু রেফারীর করুনায় ওই ম্যাচ টা জিতে যায় আর সেমিতে জার্মানীর কপাল পোড়ায়। এইবার জার্মানীর কপাল বহু আগেই পুড়িয়ে দিয়েছে ঘানার এক হারামজাদা বোয়েটাং।

বালাক কে নির্লজ্জ্য ফাউল করে শুধু বালাক কেই WC থেকে বের করে দেয়নি, বরং গোটা বিশ্ববাসী কে বালাকের নান্দনিক খেলা থেকে বঞ্ছিত করেছে। হায় বালাক....সত্যি bad luck…..২০১৪ তে তোমাকে আর পাচ্ছিনা। গোলপোস্ট জার্মানির বহুদিনের একটা ভরসার জায়গা ছিল। অলিভার কান, লেম্যানের পর অ্যঙ্ক ছিল নির্ভরযোগ্য অতন্দ্রপ্রহরী, হায় আফসোস.........ব্যাটা কিনা ট্রেনের তলে ঝাপ দিয়ে মরল!!!! দেখা যাক আজকে এডলার বা নিউয়ার হয়ত নামবে। স্ট্রাইকিং এ ক্লোজ বোধহয় ভোগাবে.........ব্যাটার ফর্ম-ই নাই......যাক WC এ যদি ভাল করে ফেলে, সেটা অবশ্যই বাড়তি পাওনা।

পোডলস্কি আর শোয়েন্সটাইগার, আর বালাকের বিকল্প সামি খেদিরার দিকে অবশ্যই সমগ্র জার্মান সাপোর্টার রা চেয়ে থাকবে। ঘটনা যাই ঘটে থাকুক না কেন......আজকে অস্ট্রেলিয়ার লালসুতা দেখতে চাই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।