আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা বিভাগের বাইরে মাত্র ৪ ঘন্টার দূরত্বে এক বিশাল প্রাইভেট বিশ্ব্ববিদ্যালয় দেখে আমি অবাক

আমি একজন অতি সাধারণ মানুষ। জীবনের ইচ্ছা বা স্বপ্ন বা ভাবনা গুলি হয়তো বা কোনদিন বাস্তবে রূপান্তরিত করতে পারবো না তাই ব্লগ লিখে আমি আমার ইচ্ছা /স্বপ্ন/ ভাবনা গুলো প্রকাশ করি।

আমাদের দেশে প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে অনেক কথা রয়েছে । যেমন # প্রাইভেট ইউনিভার্সিটিতে শুধু সার্টিফিকেট বিক্রি করা হয়। # প্রাইভেট ইউনিভার্সিটি হল একটা প্রাইমারী স্কুলের মত সেখানে নেই কোন খেলার মাঠ............।

। # প্রাইভেট ইউনিভার্সিটিতে শিক্ষকার মান নাকি ভালো না। # প্রাইভেট ইউনিভার্সিটি নাকি শিক্ষা নিয়ে ব্যবসা করছে । .................................................................................. আমি এইবার রমজানের ঈদে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানায় এক আত্মীয় এর বাসায় ঘুরতে যাই। সেখানে যাওয়ার পর, গ্রামে বিশাল প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে সেখানে ঘুরেতে যায়।

সত্যি আমি তা দেখে অবাক হয়ে যাই। কারণ এক বিশাল জায়গা নিয়ে সবুজ ও সুন্দর ক্যাম্পাস আরো রয়েছে খেলাধুলার সুবিধা • ফুটবল/ক্রিকেট মাঠ • আধুনিক লন টেনিস মাঠ • আধুনিক বাস্কেট বল মাঠ মেডিকেল সুযোগ সুবিধা স্টুডেন্টদের থাকার বিশাল হল যাতায়াতের জন্য বয়েছে নিজস্ব বাস ব্যবস্থা নিজস্ব টাওয়ার সম্বলিত ইন্টারনেট সুবিধা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজস্ব ব্যাংকিং সুবিধা সার্বক্ষনিক নিজস্ব জেনারেটরে বিদ্যুৎ সুবিধা ইউনিভার্সিটির নাম: জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় Website: http://www.zhsust.edu.bd

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.