আমাদের কথা খুঁজে নিন

   

ভূমি-৩ : আমি পারবো না, তোমায় ছাড়া পারবো না

আমি দু'চোখের গহ্বরে শূণ্যতা দেখি শুধু রাতঘুমে আমি কোনো স্বপ্ন দেখিনা !!

গানের শিরোনামঃ চুপি চুপি অ্যালবামঃ সুরজিৎ ও বন্ধুরা ......................................... চুপি চুপি তুমি অন্য আকাশে এদিকে ভোর আসে যায় ।। ঝাপসা জুঁই ফুল আর আফসা কুয়াশা কিছু নিলাম হাওয়া স্বপ্নবুকে গাড়ি দূর দূরে অজানা দুপুরে এখনও তোমায় ছাড়া পারবো না আমি পারবো না, পারবো না এবারেও তোমায় ছাড়া পারবো না একে একে গ্রাম একে একে মাঠ একে একে পাড়া-গাঁ যায় পেরিয়ে গুঁড়িসুড়ি ভোর নেমে আসে রোজ ফেলে আসা ছবিগুলো ঠাঁই দাঁড়িয়ে ।। অন্ধকার বাড়ে ধোয়াশায় স্বপ্নমন হাওয়ায় উড়ে যায় হয়ত বা কোন মোড় ঘুরে গাড়ি দূর দূরে অজানা দুপুরে এখনও তোমায় ছাড়া পারবো না আমি পারবো না, পারবো না এবারেও তোমায় ছাড়া পারবো না ষোল আনা চাঁদ আলো ঘেরা রাত ছাঁয়া ছাঁয়া স্মৃতিমেঘ যায় পেরিয়ে পরবাসী মন শিশিরে এখন দেখেও দেখে না যায় প্রায় হারিয়ে ।। গল্প সেই শুনলে পুরোটাই বর্ষাকাল হতাশার সময় তাই কি যে করি পথ ক্রোশ খানেক গাড়ি দূর দূরে অজানা দুপুরে এখনও তোমায় ছাড়া পারবো না আমি পারবো না, পারবো না এবারেও তোমায় ছাড়া পারবো নআ

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।