আমাদের কথা খুঁজে নিন

   

অন্যরকম,অন্যজাতের

যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে

আঁতকে উঠে ব্যালকনীতে তোমার হাতে, তোমার স্পর্শে, অন্যরকম শুভ্রহীন দেহের মাঝে অন্যজাতের, কল্প লোকে আটকা পড়ি । কল্পনা নাকি জোছনা, বুঝিনা আমি বুঝিনা । তোমার কাছে,তোমার সাথে বদ্ধ কপাট, বিষম খাওয়া উলটানো সব লোভের হাওয়া, তোমার দেহে কামড়ে ধরে অন্যরকম,অন্যজাতের যেন স্বর্গ সুখের, যাদুর বাক্সে পেরেক ঠুকে, কামড়ে ধরে,কাব্য লেখা যেন ফুরায় না তোমায় দেখা । ভাঁজ পড়া সব ছন্দ দিলে, তোমার দেহে,চোখে-মুখে । রঙ দিয়ে গেলে এই আড়ালে, যেন ফুরায় না আর তোমায় দেখা । তোমার দেহে অন্যরকম,অন্যজাতের, যেন আমার নরক জ্বলে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।