আমাদের কথা খুঁজে নিন

   

একদিন

যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে

একদিন বাস্তব,একদিন স্বপন, একদিন জন্ম,একদিন মরণ । আবার কয়েকটা রাত সংগম,কিছুদিন বেঁচে থাকা, ঝেঁকে আসা প্রলাপের তামাসা । অল্পকিছু দৌড়ঝাপ,হাতড়ানো সূ্র্যস্নান, দীঘির জলে সাদা শাপলা আর পরশের টান । একদিন জন্ম,একদিন স্বপন, একদিন ভালবাসা,একদিন হনন । ভালো লাগার দাড়ি টানা, কাশফুলে খেলে প্রেয়সীর ওড়না । জানালার গ্রিল ভেঙ্গে মন যে কেন পালায় না, ঝড়ের রাতে মোহনায়, উড়ে যায় স্বপ্নের ডানা । একদিন ভালবাসা,একদিন হাতে হাত রাখা, একটা অস্থির চুম্বন,একদিন ভুলে যাওয়া ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।