আমাদের কথা খুঁজে নিন

   

সে যেন এক পাখির মতো

আমাদের ছড়া গুলো সমাজের আয়না,যার কাছে কোন কিছু ঢেকে রাখা যায়না!

আমার মনের মাঝখানে ঠিক একটা ছোট দ্বীপ আছে দ্বীপের মাঝে যে থাকে তার কপালে এক টিপ আছে টিপের রংটা কালো গোলাপ রংয়ের হাসিটা তার পূর্ন চাঁদের আলো আমার মনের দ্বীপের সাঝে সেই ষোরশির চুল খোলা কাজ শুধু তার ফুলের বনে সারাটাক্ষন ফুল তোলা তার পরনে হালকা বেগুন রংয়ের শাড়ি জমকালো সুর্য সে রং দেখেই ভিষন লজ্জা পেয়ে চমকালো সেই দ্বীপে রোজ দুপুরে ঝুমুর ঝুমুর ছন্দ তোলে তার দু পায়ের নুপুরে তার দু চোখের দৃষ্টিতে আমার মতো উদাস পথিক হারায় কাব্য সৃষ্টিতে সে যেন এক পাখির মতো তাকেই শুধু ভাবি দ্বীপ বাসিনীর হাতেই আমার ভালোবাসার চাবি অপেক্ষাতেই থাকি জোর করে নয় সেচ্চায় কবে আসবে আমার পাখি ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।