আমাদের কথা খুঁজে নিন

   

ও মন নবীর দেশে চল !

কাগু ক্যান স্টার্ট অ্যা ফায়ার ইউজিং জাস্ট টু আইস কিউবস

ভবিষ্যত নিয়া একটা গুরুত্বপূর্ণ স্বিদ্ধান্ত নিয়া ফেললাম । যত যাই করি, শেষ পর্যন্ত ছৌদিতেই সেটেল হমু । একখান নিউজ পইড়া এই স্বিদ্ধান্ত নিলাম । ------------------------------------------------------------------------------ মূল খবর এইখানে Click This Link চুম্বক অংশের বাংলা অনুবাদ "Women in Saudi Arabia should give their breast milk to male colleagues and acquaintances in order to avoid breaking strict Islamic law forbidding mixing between the sexes, two powerful Saudi clerics have said. They are at odds, however, over precisely how the milk should be conveyed." দুইজন শক্তিমান ছৌদি ধর্মবেত্তা বলেছেন, নারীদের উচিৎ তাদের পুরুষ সহকর্মী এবং পরিচিতদের বুকের দুধ পান করতে দেয়া, যাতে বিপরীত লিঙের সাথে মেলামেশার ব্যাপারে ইসলামিক নিয়ম অক্ষত থাকে । তবে এই দুধ কিভাবে দেয়া হবে এই নিয়ে দুই পন্ডিতের মধ্যে মতবিরোধ আছে ।

Sheikh Al Obeikan, an adviser to the royal court and consultant to the Ministry of Justice, set off a firestorm of controversy recently when he said on TV that women who come into regular contact with men who aren't related to them ought to give them their breast milk so they will be considered relatives. রাজকীয় উপদেষ্টা এবং বিচার মন্ত্রণালয়ের পরামর্শক শেখ আল ওবেইকান সাম্প্রতিক সময়ে বিতর্কের ঝড় তুলেছেন । যার শুরু টিভিতে প্রচারিত তার একটি ফতোয়া থেকে, যেখানে তিনি বলেন, যেইসব নারীরা অনাত্নীয় পুরুষের সাথে নিয়মিত সাক্ষাতে আসে তাদের উচিৎ ঐসব পুরুষদেরকে নিজের বুকের দুধ পান করানো, যাতে তারা আত্নীয় হিসাবে বিবেচিত হয় । "The man should take the milk, but not directly from the breast of the woman," Al Obeikan said, according to Gulf News. "He should drink it and then becomes a relative of the family, a fact that allows him to come in contact with the women without breaking Islam's rules about mixing." Obeikan said the fatwa applied to men who live in the same house or come into contact with women on a regular basis, except for drivers. আল ওবেইকান বলনে, পুরুষ দুধ পান করবে, তবে সরাসরি চুষে নয় । তিনি আরো বলেন, পুরুষ এই পানের মাধ্যমে পরিবারটির আত্নীয়ে পরিণত হবে ফলে মহিলাটির সাথে দেখা করাতে ইসলামিক নিয়ম ভাঙবে না । ওবেইকান বলেন, এই ফতোয়া সেইসব পুরুষদের জন্য প্রযোজ্য হবে যার সাথে নিয়মিত মহিলাটির দেখা হয়, তবে ড্রাইভারের ক্ষেত্রে প্রযোজ্য হবে না ।

But his remarks were followed by an announcement by another high-profile sheik, Abi Ishaq Al Huwaini, who said that men should suckle the breast milk directly from a woman's breast. তবে এর পরপরই আবি ইসহাক আল হুয়াইনি নামের আরেকজন উচ্চ মর্যাদাসম্পন্ন শেখ বলেন, পুরুষকে বরং সরাসরি নারীটির বুক থেকে চুষেই দুধ খেতে হবে (আত্নীয়তা কার্যকর হওয়ার জন্য) Shortly after the two sheiks weighed in on the matter, a bus driver in the country's Eastern Region reportedly told one of the female teachers whom he drives regularly that he wanted to suckle milk from her breast. এই দুই ধর্মবেত্তার বিতর্কের কিছুদিন পরেই পূর্ব ছৌদির এক ড্রাইভার, যে মহিলা শিক্ষকদের নিয়মিত স্কুলে নিয়ে যায়, শিক্ষিকাদের মধ্যের একজনের দুধ পান করতে চায় । ------------------------------------------------------------------------------ সমালোচনা যা করার এক ব্লগার করে ফেলেছেন । "The whole issue just shows how clueless men are," blogger Eman Al Nafjan wrote on her website. "All this back and forth between sheiks and not one bothers to ask a woman if it's logical, let alone possible to breastfeed a grown man five fulfilling breast milk meals. এমান আল নাফজান নামে এক ব্লগার তার সাইটে বলেছেন, পুরা ব্যপারটা প্রমাণ করে কিসব আজেবাজে ব্যপার নিয়ে পুরুষরা মেতে থাকে । তর্ক করে দুইজন পন্ডিত দুনিয়া উল্টিয়ে ফেলছেন, অথচ কেউ কোন মহিলাকে জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করছেন না যে, এইটা আদৌ কোন কাজের কথা কিনা । প্রাপ্তবয়ষ্ক একটা পুরুষকে পাঁচ বেলা কেবল বুকের দুধ দিয়ে পেট পুরে খাওয়ানি কি সম্ভবপর কিছু কিনা সেইটা নাহয় বাদই দিলাম ।

(উল্লেখ্য, দুধ-মা বিবেচিত হওয়ার জন্য কেবল এক ফোঁটা দুধ পান করলেই হবে না, পাঁচবারের আহারের সমপরিমাণ হতে হবে) "Moreover, the thought of a huge hairy face at a woman's breast does not evoke motherly or even brotherly feelings. It could go from the grotesque to the erotic but definitely not maternal." এই প্যারার অনুবাদ করলে মডু আমারে লৌড়াইবো ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।