আমাদের কথা খুঁজে নিন

   

আমি-স্বপ্ন-দেখি

জাগরী একটি নির্দলীয় মঞ্চ যেখানে বাংলাদেশের যুবসমাজ দেশের রাজনৈতিক ও নীতিনির্ধারণী ক্ষেত্রে সচেতন,সোচ্চার ও সক্রিয়ভাবে অংশগ্রহন করতে পারে। www.jagoree.org  

আমি স্বপ্ন দেখি.. ভোরের শিশিরের মত.. যখন সূর্যি মামা.. নীল আকাশে ভেলা ভাসায়.. আমি স্বপ্ন দেখি.. সকালের শুভ্রতার মত.. যখন পাখিরা গান শোনায়.. ফুলেরা গন্ধ বিলায়.. আমি স্বপ্ন দেখি.. তপ্ত দুপুরে বট-বৃক্ষের ছায়ার মত.. যখন নতুন ধানের ছোয়ায়.. কৃষকের মুখে তৃপ্তির হাসি.. আমি স্বপ্ন দেখি.. পড়ন্ত বিকালের কোলাহলের মত.. যখন দুরন্ত বালকেরা.. গাঁয়ের মাঠে খেলায় মত্ত.. আমি স্বপ্ন দেখি.. সাঝের মায়ায় আলো আঁধারীর.. লুকোচুরির মত.. যখন রাখাল ছেলে গরু নিয়ে ঘরে ফেরে.. আমি স্বপ্ন দেখি.. রুপালী আলোর চাদর বিছিয়ে.. রাতের কালীমা ঢেকে দেওয়া চাদের মত.. যখন নকঁশী কাথায় আঁকা ফুলের মত.. রাতের আকাশে ফুটে থাকে তারা.. আমি স্বপ্ন দেখি.. মধ্য রাতের নিস্তব্ধতার মত.. যখন ফেলে আশা অতীতের স্মৃতি.. কড়া নাড়ে মনের দরজায়.।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।