আমাদের কথা খুঁজে নিন

   

আমার দেশের মাটির গন্ধে...

আমি সপ্নবিলাসী নই , নই নিয়তির কাছে নিজেকে সঁপে দেয়া কোন কাপুরুষ । ত্যাগের রঙে রাঙাবো আমার প্রত্যাশা , সোনালী সফলতার সাথে কিছু অবিমিশ্র আবেশ , তাতে মন্দ কী !...

গানটি যেন হৃদয়ের প্রতিধ্বনি, এক অনবদ্য সুরের মূর্ছনা ... আমার দেশের মাটির গন্ধে শিল্পীঃ শাহনাজ রহমতউল্লাহ সুরকারঃ আব্দুল আহাদ গীতিকারঃ ড . মনিরুজ্জামান আমারও দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন। শ্যামল কোমল হরষ ছাড়া যে নেই কিছু প্রয়োজন। প্রানে প্রানে যেন তাই তারই সুর শুধু পাই দিগন্ত জুড়ে সোনা রঙ ছবি এঁকে যাই সারাক্ষন। বাতাস আমার সবুজ স্বপ্নে দুলছে কন্ঠে কন্ঠে তারই ধ্বনি শুধু তুলছে। গানে গানে আজই তাই সেই কথা বলে যাই। নতুন আশার এনেছে জীবনে সূর্যেরই এ লগন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.