আমাদের কথা খুঁজে নিন

   

কি আর বলবো



কি আর বলবো...দেশ টা যাস্চ্ছে কোথায়......ভালো কাজের কোনো মূল্য ই নাই...দেশের তথাকথিত প্রগতিশীলরা আছে তাদের ফায়দার ধান্দায়. তরুণ সমাজ ও আজকে বিভক্ত দুই দলে. ব্লগ গুলে খুললে পরে ই দেখা যায় যে তারা ও ইদানিং আমাদের সাধারণ রাজনৈতিক নেতাদের মতো আচরণ করসে. এক দল আসে জাতির পিতা নিয়ে তো আর এক দল জাতীয় ঘোষক নিয়ে. আমাদের মতো আমজনতার জন্য তাদের কোনো ই চিন্তা নাই....চিন্তা নাই দেশের কিভাবে মঙ্গল হবে. দেশে এত বড় দুই টা ঘটনা ঘটে গেলো...আমাদের রাজনৈতিক নেতাদের কি কোনো চিন্তা আসে এই ব্যপারে?? মনে তো হই নাই...এক জন বিবাহ দিস্ছেন আর এক জন রাজনৈতিক কর্মসূচি দিস্ছেন. দুই জন কি পারেন না তাদের চেলাচামুন্ডা নিয়ে এক টেবিল ই বসে দেশের জন্য র ঢাকা সহরের জন্য ভালো কোনো সিধান্ত নিতে....কোনো একটা ব্যপারে এক মত হতে?? তারা কি শুধু ক্ষমতাতে যেতে চাই???দেশের মানুষের দিকে কি তাদের কোনো দায়িত্ব নাই?? কি আর বলবো?? এখন আপনারাই বলেন.......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।