আমাদের কথা খুঁজে নিন

   

অনলাইন রেডিও

!!!

প্রবাসে বসে সবচেয়ে বেশি মিস করি কি প্রশ্ন করলে প্রথমেই আসবে বৃষ্টি তারপর রিকশা আর দেশী খাবার। প্রতিদিন বাসায় এত বেশী কথা হয় যে মিস করার খুব একটা সুযোগ হয় না। আর একটা জিনিস খুব মিস করতাম। ঢাকার রাস্তা। সেই ব্যাস্ততা।

সাথে এফ.এম রেডিও। কিছুদিন থেকে অনলাইনে পেয়ে গেলাম রেডিও ফুর্তি আর রেডিও আমার। এর আগে অনলাইনে রেডিও গুনগুন, লিমন-২৪, রেডিও ঢাকা শুনতাম। কিন্তু শুধু গান পেয়ে ঠিক রেডিও'র অনুভুতি হত না। আর একই গান এতবার শুনতে ভালো লাগতো না।

এখন রেডিও ফুর্তি আর রেডিও আমার শুনি। ঢাকার রাস্তার ব্যাস্ততার সাথে মিশে যাই। আর.জে'দের বাংলিশ কথাও খারাপ লাগে না এখন আর। গতকাল পেলাম আর একটা- রেডিও ২৪। আপনিও শুনতে পারেন- রেডিও আমার রেডিও ফুর্তি রেডিও গুনগুন লিমন-২৪ রেডিও ঢাকা এছাড়াও আছে- রেডিও বাংলা আরো রেডিও লিংক চাইলে ঘুরে আসতে পারেন এখান থেকে- বাংলা রেডিও অনলাইন কারো কাছে ভালো সংগ্রহ থাকলে মন্তব্যে যোগ করুন।

সঙ্গে থাকুন ২৪ ঘন্টা- রেডিও অনলাইনে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।