আমাদের কথা খুঁজে নিন

   

LAN Cable দিয়ে দুটো পিসি কানেক্ট করে কিভাবে বলতে পারেন?

স্বাধীনচেতা একজন মানুষ আমি। জীবনের সব ক্ষেত্রেই যে আমি সফল হয়েছি, তা সত্যি নয়, তবে ব্যর্থ হওয়ার সংখ্যাও খুব বেশি নয়।

সাধারণত এক পিসি থেকে অন্য পিসিতে একসাথে অনেক কিছু কপি করতে চাইলে আমি আগে হার্ডডিস্ক খুলে সিপিইউতে লাগিয়ে কপি করতাম। আসলে LAN এর ব্যাপারটা আগে ঠিকমতো জানতাম না। আজকে বিকালে আইডিবি থেকে একটা LAN Cable কিনেছি, ১ মিটার লম্বা। আমার জন্যে যথেষ্ট। অন্তত ফাইল ট্রান্সফার বা ল্যানে রেসিং গেম তো খেলা যাবে। কিন্তু কানেক্ট করার নিয়ম টা কি? দুটা পিসিতে ল্যান পোর্টে জ্যাক কানেক্ট করলাম। এরপর কি? আইপি বসাবো? কোন আইপি? কেউ কি ডিটেইলস বলতে পারবেন? অপারেটিং সিস্টেম আপাতত উইন্ডোজ এক্সপি..................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।