আমাদের কথা খুঁজে নিন

   

আজ শুধু তোমাকেই দেখবো ............

আমি এখন আছি তবে থাকবো কিনা জানি না।"কবি'র কবিতা সে তো পাঠকেরই ঋণ।"

তোমাকেই দেখবো ............ আজ শুধু তোমাকেই দেখব..... ঝরুক যত শ্রাবনের বৃষ্টি গজলের মিহি সুর ছুটুক ভিক্টোরিয়া,নায়গ্রার জল গড়াক মাধব কুন্ড ছাপিয়ে যাক মুক্ত আনন্দে সব দিলাম ছুটি..। থাকবো শুধু তুমি আর আমি আমাদের নিরবতা। তোমার ঐ ধূসর চোখে চোখ রেখে দেখবো নিজেকে। সব ভাবাভাবির উপরে একান্ত নিরজনে শুধু তুমি আর আমি.। মন বলে... ছিলেতো তুমি আমার পাশেই তখন অজানা বসন্তের পাখি গেয়েছিলো গান পাশে নিরব স্বপনের সাথী। ফুটেছিল ফুল বইছিল নদীর রূপালী ধারা জেগেছিলো রাতের তারা তুমি ছিলে বলে এই বরষায় হয়েছিল ফাগুন আত্মহারা... ..........................। Though you are monsoon doesn't puzzle out the blowing spring. তোমাকেই দেখবো ............ আজ শুধু তোমাকেই দেখব.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।