আমাদের কথা খুঁজে নিন

   

বিয়ে,পাত্রী দেখা ও আমরা মেয়েরা....

!!!

একটা ধারাবাহিক নাটক দেখছিলাম; নাম "অনুভূমি"। দু'জন নায়িকা- মৌ ও মম। তারা দু'বোন। দু'জনকে দেখলে মনে হবে বিয়ে ছাড়া মেয়েদের আর কিছু করার বা ভাবার নেই। বিয়ের দরকার নেই এ কথা আমি বলতে চাচ্ছি না।

বিয়ে ছেলে বা মেয়ে যে কারোরই দরকার; শুধু মেয়েদের প্রয়োজন নয়। একটা মেয়েরও একটা ছেলের মত স্বাবলম্বী হবার প্রয়োজন। প্রয়োজন ব্যক্তিগত জীবনকে গুছিয়ে নেয়া- বিয়ে, সংসার, সন্তান সবকিছু নিয়ে। খুব মজা লেগেছে এই নাটকে পাত্রী দেখা নিয়ে চিরাচরিত সংলাপ "কুরবানি'র গরু দেখা" শুনে। বাস্তব জীবনেও এই কথাটা প্রায়শই শুনি।

আমার বড় বোনের বিয়ের আগের কথা। প্রতিবার দেখাদেখি'র সময় বাসায় কি সব কান্ড- মা'র মেজাজ খারাপ, সেটা সে আপু'র উপর ঝাড়ছে, আপুও ক্ষিপ্ত, সে আমার সাথে খিটিমিটি করে যাচ্ছে, বাবা নির্বিকার দর্শক, সেটা দেখে মায়ের রাগের মাত্রা আর এক কাঠি উপরে। শেষ পর্যন্ত আপু'র কান্না্য় যেয়ে শেষ হত কাহিনী। তখন কতবার আপুকে বলেছি-" তোকে দেখবে কেন? তুই ছেলেকে দেখতে যা। " আপু'র সোজাসাপটা উত্তর- "নিজের হোক তখন বুঝবা।

" মা সমর্থন করতেন খুব আমার এরকম কথায়। সাথে আফসোস থাকত আপু'র জন্য। আপু'র বিয়ে হল। এবার আমার পালা। আপু'র গায়ের রং খুব সুন্দর (বলাটা ঠিক হয়নি।

প্রচলিত প্রথায় সেটা তাই বললাম)। আমি কালো। কেউ অবশ্য মাঝে মাঝে শ্যামলা বা উজ্জ্বল শ্যামলা বলতে চায়। অথবা "চেহারাটা তো মিষ্টি" বলে কালো রং এর খুঁত ঢাকতে চায়। আমার শুনলে রাগে গা জ্বলে যায়।

শুরু হল আমার পাত্র দেখা পর্ব। যাচ্ছি; দেখছি। যাচ্ছি; দেখছে- ব্যাপারটা মোটেই তা না। আমি যখন আমার চিন্তা এটা শুরু করলাম যে আমি যাব, দেখব, কথা বলব, ভালো লাগলে তখন দেখা যাবে সে কি দেখেছে, তার ভাল লাগেছে কিনা- তখন বদলে গেল পাত্রি দেখা ব্যাপারটা। আমি নিজে যদি নিজেকে সাজিয়ে গুজিয়ে উপস্থাপন করি কাউকে দেখানোর জন্য, তারপর আর তার দোষ কোথা্য় দেখলে? যখন একটা মেয়েকে দেখা হয় তখন তো ছেলেটাকেও দেখা হতে পারে।

চিন্তাটা এমন হলে দোষ কি? অনেক শিক্ষিত সাবলম্বী মেয়েও একই ভাবে চিন্তা করে। পাত্রী দেখা'র সময় অনেক মেয়েকেই আমি দেখেছি পার্লার থেকে সেজে যেতে। ব্যাপারটা আমার খুব অপমানকর লেগেছে। এভাবে নিজেকে পন্য না বানানোই ভালো। যে মানুষ বাইরের রূপ দেখে মানুষ বিচার করবে সেই মানুষকে চলার পথের সঙ্গী না করাই কি ভালো না? আমি বলছি না চেহারাটা কোন বিষয় না।

কিন্তু সে অংশটা খুবই কম। একজনের সাথে বাকি জীবন কাটাতে হবে তাকে নিজের চোখে ভাল লাগে এমন কেউ হওয়া উচিৎ। তবে সমাজের সবাই বলবে "কি সুন্দর বউ পেয়েছে" এ জন্য হওয়া উচিৎ না। আর এই সৌন্দর্য ছেলে মেয়ে দু'জনের জন্যই দরকার; শুধু মেয়ের জন্য নয়। পরবর্তী বংশধরের কথাও যদি বলা হয় সেখানেও তো দু'জনেরই সৌন্দর্য দরকার।

লেখাটা মেয়েদের উদ্দেশ্যে লেখা। এটুকুই বলা আসুন আমরা আমাদের মানষিকতা পরিবর্তন করি; ছেলেরা পরিবর্তন হতে বাধ্য হবে। আর এটা যেহেতু আমাদের দরকার তাই আমাদেরই আগে এগিয়ে আসতে হবে। তার মানে এই নয় যে আমি বলছি যেসব ছেলেদের মানষিকতা এখনও গায়ের রং আর সৌন্দর্যে আটকে আছে তাদের পরিবর্তনের প্রয়োজন নেই। আপনারাও এগিয়ে আসুন।

জীবনটা সহজ সুন্দর হোক সবার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।