আমাদের কথা খুঁজে নিন

   

ব্যংক থেকে লোন

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা

ব্যংক থেকে লোন নেবার চেষ্টা করছি। গিয়েছিলাম এবি ব্যংক কে। বাংলাদেশে আমার কোন ইতিহাস নেই বিধায় লোন একে বারে না করেন নি। কিন্তু যে সকল কাগজ পত্র চেয়েছেন তা থেকে মনে হোল এনারা আমলা তন্ত্র থেকে কম কিসে। যা লাগবে; নিজের জন্যঃ- ১।

আমার বেতন পত্র ২। চাকুরী ইতিহাসের পত্র ৩। আমার "টিন" অর্থাৎ ট্যক্স আইডেন্টিফিকেশন নামবার ৪। কোন খাতে ঋন চাচ্ছি তার বিবরন ৫। যে খাতের জন্য ঋন চাচ্ছি ঐ কাজের জন্য দরপত্র ৬।

আগে কখনও ঋন নেইনি তার অঙ্গিকার পত্র তিন জন গ্যরান্টর তথা জিম্মাদার লাগবে (যাদের বেতন আমার থেকে বেশি হতে হবে; যদিও আবেদন পত্রে ওরকম কিছু লাগবে বলা হয় নি। জিম্মাদারদের থেকে লাগবেঃ ১। তার বেতন পত্র ২। চাকুরী ইতিহাসের পত্র ৩। তার "টিন" অর্থাৎ ট্যক্স আইডেন্টিফিকেশন নামবার।

এই পর্ব শেষ হলে জিজ্ঞেস করলাম; সুদ(হারাম) জিনিষটি কত? বললেন, ১৭.৫%, তদুপরি, প্রশাসনিক ব্যয়ের জন্য ১%; সেবা ব্যয়ের জন্য (বলেননি) ধরে নিচ্ছি ১% মনে মনে বললাম তা, হলে নোবেল বিজয়ী ২০% এর অধিক হারে গরীবদের থেকে সুদ নিয়ে তো কোন দোষ করেন নি। অর্থের পরিমান সর্বোচ্চ ৫(পাঁচ লাখ); মাসে নুন্যতম ২০হাজার করে ফেরত দিতে হবে! গণনা ঠিক আছে কি না বলতে পারব না। আপনাদের কি কোন অভিজ্ঞতা আছে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.