আমাদের কথা খুঁজে নিন

   

আউলা-ঝাউলা

আপাতত ঘুরপাক খাচ্ছি!

বেশ কয়েক দিন ধরে পোষ্ট দেয়া হচ্ছে না। মাথায় পোষ্ট ঘুরঘুর করে যখন রাস্তায় ঘুরঘুর করি। বাসায় আসলে পোষ্টের কোন আইডিয়া আর আসেনা। এদিকে ষ্ট্যাটাসের দিকে চেয়ে দেখি ১ বছর পার হয়ে কয়েক দিন। পোষ্টের আইডিয়া না আসলে কি আর করা।

কয়েকজন অভাগা বন্ধু মিইলা এক বাসায় থাকি। যাদের ভাগ্যে কোন হতভাগী জুটলো না এতদিনে। সক্কাল বেলা চাকুরীর উদ্দেশ্যে গমন আর সান্ধ্যকালে নিত্যনৈমিত্তিক অভিজ্ঞতা বিনিময়। হাসি, তামাশা, মসকরা এভাবে একপ্রকার ভালই দিনাতিপাত হচ্ছে। একজন আবার একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে চাকুরী করে।

কয়েক দিন আগে এক দোকান থেকে ডিসকাউন্টে প্যান্ট কিনছে দুইটা। প্যান্ট দুইটার ষ্ট্যাইলও চমৎকার। আজকা একটা প্যান্ট পড়ে তার অফিসে গেছিল। অফিস থেকে ফেরার পথে তার মাইয়া কলিগ নাকি প্রশংসা করছে প্যান্টটার। বিশেষ করে পিছনের পকেটের বাটন দুইটার।

বাসায় আইসা আমারে কইলো আজকা আমার মাইয়া কলিগ আমার প্যান্টের প্রশংসা করছে। তার মেজাজ বেশ ফুরফুরা। তো আমি অতি আগ্রহ নিয়া বাটন দুইটা দেখতে গেলাম। বাটন দেখতে গিয়া দেখি তার প্যান্টের পিছনে প্রায় আট ইঞ্চি একটা ফাঁটল।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।