আমাদের কথা খুঁজে নিন

   

ইসরায়েলি নারীকে বিয়ে করা মিসরীয়দের নাগরিকত্ব বাতিল হতে পারে



ইসরায়েলি নারীকে বিয়ে করা মিসরীয়দের নাগরিকত্ব কেড়ে নেওয়া হতে পারে। গত শনিবার মিসরের একটি আপিল আদালত নিম্ন আদালতের দেওয়া এ রায় বহাল রাখেন। মিসরের সর্বোচ্চ প্রশাসনিক আদালতের এ সিদ্ধান্তে বলা হয়, এ ধরনের বিয়ের প্রতিটি ঘটনা আলাদাভাবে মিসরের মন্ত্রিসভায় তুলতে হবে। মন্ত্রিসভাই সিদ্ধান্ত নেবে ওই মিসরীয় পুরুষ ও তার সন্তানদের নাগরিকত্ব বাতিল করা হবে কি না। এ ক্ষেত্রে মিসরীয় পুরুষের স্ত্রী ইসরায়েলি আরব না ইহুদি সেই বিষয়টি বিবেচনা করার কথা বলা হয়েছে।

আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই। গত বছর মিসরের একটি নিম্ন আদালত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি নাগরিকত্ব আইনের ১৯৭৬ ধারা বাস্তবায়নের জন্য বাধ্যবাধকতা জারি করে। এই মন্ত্রণালয়ই নাগরিকত্বের বিষয়টি নিয়ে কাজ করে। এই আইনে ইসরায়েলি সেনাবাহিনীতে কাজ করেছে বা ইহুদি আদর্শে বিশ্বাসী নারীদের বিয়ে করা মিসরীয় পুরুষদের নাগরিকত্ব বাতিলের কথা বলা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিম্ন আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করে।

আদালতে বিষয়টি নিয়ে মামলা দায়েরকারী আইনজীবী নাবিহ আল-ওয়াশ শনিবারের রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, 'মিসরীয় তরুণ এবং জাতীয় নিরাপত্তা রক্ষার লক্ষ্যে তিনি আবেদন জানিয়েছিলেন। ' এ রায়ের মাধ্যমে ইসরায়েলিদের প্রতি মিসরীয়দের তীব্র ঘৃণাই প্রকাশ পেল। যদিও দেশ দুটির মধ্যে ৩১ বছর আগে শান্তিচুক্তি করে। ইসরায়েলি নারীকে বিয়ে করা মিসরীয় পুরুষের সংখ্যা আনুমানিক ৩০ হাজার।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.