আমাদের কথা খুঁজে নিন

   

১২ বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দিয়েছে মার্কেন্টাইল ব্যাংক



মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ১১ বছর পূর্তিতে মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশন জাতীয় জীবনে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য ১২ জন গুণী ব্যক্তিকে সম্মাননা দিয়েছে। এবারে যাঁরা মার্কেন্টাইল ব্যাংক সম্মাননা-২০১০ পান তাঁরা হলেন বাংলা ভাষা ও সাহিত্যে সৈয়দ শামসুল হক, শিক্ষায় রফিকুল ইসলাম, সংস্কৃতিতে সোহরাব হোসেন, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় এম এ হাসান, অর্থনীতি ও অর্থনীতিবিষয়ক গবেষণায় মোহাম্মদ ফরাসউদ্দিন, চিকিৎসায় জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক আবুল হুস্সাম, শিল্প-বাণিজ্যে মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরী, সাংবাদিকতায় আবদুল গাফ্ফার চৌধুরী, কৃষিবিষয়ক গবেষণা ও উন্নয়নে শাইখ সিরাজ, ক্রীড়ায় রানী হামিদ। এ ছাড়া এম তাহের উদ্দিনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। ‘দক্ষতাই আমাদের শক্তি’ স্লোগানে ১৯৯৯ সালের ২ জুন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই মার্কেন্টাইল ব্যাংক সামাজিক দায়বদ্ধতাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আসছে। তাই মার্কেন্টাইল ব্যাংক শিল্প-বাণিজ্য, চিকিৎসা, শিক্ষা, সাহিত্য, মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তি, সৃজন ও মননশীলতা, সাংবাদিকতা, ক্রীড়াঙ্গন, অর্থনীতি ও কৃষি প্রভৃতি খাতে সামাজিক দায়বদ্ধতা পালন করে থাকে। এ লক্ষ্যেই প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশন গঠন করা হয়। সূত্র: দৈনিক প্রথম আলো, ০৭ জুন, ২০১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।