আমাদের কথা খুঁজে নিন

   

কিভাবে আপনার ফেসবুকের নিরাপত্তা বাড়াবেন ।?

------------------------- ইদানিং যাদের ফেসবুক আইডি নিরাপত্তা নিয়ে আতঙ্কিত আছেন , রাতে ঘুম হয়না , আইডি গুমের ভয়ে লুকায়া রাখেন তাগো লাইগা এই পোস্ট > ফোন নাম্বার এবং ইমেইল আইডি অবশ্যই দুইটা করে দিবেন এবং হাইড করে রাখবেন ইমেইল ও ফোন নাম্বার । > সীম হারালে অবশ্যই সাথে সাথে আইডির ফোন নাম্বারটি পরিবর্তন করবেন । > আপনার ইমেইল আইডি জিমেইলে হলে আইডিতে টু স্টেপ লগিন সিস্টেম চালু রাখুন দুটোতেই । ( লগিন করার সময় আপনার দেয়া ফোন নাম্বারে কোড পাঠাবে/ ফোন করবে ) > জিমেইল আইডি হলে অবশ্যই একটা ব্যাকাপ ফোন নাম্বার দিবেন দুটো আইডিতে । তাহলে একটা নাম্বার হারালে ও আইডি উদ্ধার করতে পারবেন বা কোড না আসলেও অন্য নাম্বারে কোড আসবে ।

> আপনার ফেসবুক , ইমেইল আইডিতে পাসওয়ার্ডে অবশ্যই ইংরেজী বর্ন ও নাম্বারের সাথে ( @#$%&*+_- ) এইসব চিহ্ন সমন্বয় করে ব্যাবহার করুন এবং মাঝে অবশ্যই স্পেস ব্যাবহার করুন । পাসওয়ার্ড শক্তিশালী করতে ৫০ / ৬০ টি শব্দ ব্যাবহার না করে এইভাবে করলে বেশী শক্তিশালী হবে । > ফেসবুকে অবশ্যই সিকিউর ব্রাউজিং অন রাখুন সেই সাথে লগিন নোটিফিকেশান অন রাখুন । এইগুলো অ্যাকাউন্ট সেটিংসে পাবেন । ( লগিন এপ্রুভাল সাধারণত না দেয়াই ভালো ।

কারণ অনেক সময় কোড আসেনা ) > ফেসবুকে নানা ধরনের অ্যাপ্লিকেশান পাওয়া যায় । এইসব ব্যাবহার করা থেকে বিরত থাকুন । ট্রাস্টেড IM ব্যাবহার করবেন সবসময় ফেসবুকের জন্য । >যদি আগে অ্যাপ্লিকেশান ব্যাবহার করে থাকুন রিমুভ করে দিন । আপনার অ্যাকাউন্ট সেটিংসের App এ এইসব পাবেন ।

>আপনার পরিচয় / ব্যাক্তিগত তথ্য পরিচিত ছাড়া শেয়ার না করাই ভালো । এতে আলাদা আলাদা লিস্ট করতে পারেন । >আপনার পিসি ব্রাউজারের জন্য Web of Trust (WOT) অ্যাডন্সটি বেবহার করতে পারেন । ক্ষতিকর লিঙ্কের পাশে লাল বৃত্ত দেখাবে তাহলে । সব ব্রাউজারের অ্যাডন্সে পাবেন সার্চ করলে ।

>যেকোন লিঙ্কে ক্লিক করলে ফেসবুক আইডি পাসওয়ার্ড চাইলে দিবেন না । যদিও সাইবার দুনিয়ায় একেবারে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা যায় না তারপরো যেগুলা আগে থেকে আমি মুটামুটি জেনেছি তাই দিলাম । আরো অনেক দিক থাকতে পারে যা কমেন্টে দিতে পারেন । মূল পোস্টে সংযুক্ত করে দিবো । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.