আমাদের কথা খুঁজে নিন

   

একে একে ঝরে যাচ্ছে ফুটবল তারকারা



বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ার আগেই ইনজুরির কারণে ফুটবল তারকাদের ঝরে যাওযার মিছিল শুরু হয়েছে যেন। ডেভিড বেকহাম তো অনেক আগেই বাদ, এরপর গেল জার্মানীর অধিনায়ক বালাক। তার পিছু পিছু গেল ঘানার অধিনায়ক এসিয়েন। দু/তিনদিন পরেই ইংল্যান্ডের অধিনায়ক ফার্দিনান্দ ও আইভরি কোস্টের অধিনায়ক দ্রগবাও ইনজুরির কাছে হার মেনে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। হল্যান্ডের রোবেনও ইনজুরির কারণে বিশ্বকাপ শুরু হওয়ার আগেই নাম প্রত্যাহার করে নিয়েছে।

স্পেনের ইনিয়েস্তা, জাভি, ব্রাজিলের কাকা, সিজার, আর্জেন্টিনার মিলিতো ইতালির পিরলো এরাও ইনজুরির মিছিলে নাম লিখিয়েছে। কপাল খারাপ হলে এদের অনেকের খেলাও হয়তো আমরা বিশ্বকাপে দেখতে পারবো না। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে এবারের বিশ্বকাপটা তারকাহীন বিশ্বকাপে পরিনত হবে। আসেন আমরা সবাই দোয়া করি যেন আর কেউ ইনজুরির শিকার হয়ে বিশ্বকাপ শুরুর আগেই বিদায় না নেয়। তাহলে খেলা দেখার মজাই নষ্ট হয়ে যাবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।