আমাদের কথা খুঁজে নিন

   

দ্য লস্ট সিম্বল-ব্রাউন আংকেলের নয়া কাহিনী

অন্ধকার দেয়ালে তোমার আলো জন্ম দেয় মিথ্যে ছায়াকে.....

ড্যান ব্রাউনের দ্য লস্ট সিম্বল বইটা পড়লুম। উনার আগের ৪ টি বই-ই পড়েছি, দ্য ভিঞ্ছি কোড তো দুনিয়া ব্যপী ঝড় তোলা। তবে বাকি বই গুলিও কিন্তু দুর্দান্ত । আমি ড্যান ব্রাউনের লেখনির চেয়ে কাহিনীর বেশি ভক্ত। সেই হিসেবে দ্য লস্ট সিম্বল আমাকে একদম হতাশ করেছে।

উনার সব কাহিনীতেই একটা বিষয়ের গ্যারান্টি দেয়া যায়,সেটা হল প্রথম দিকে যাকে ভালো মনে হবে,শেষে সেই-ই ভিলেন প্রমানিত হবে। কোনো ব্যাতিক্রম ছাড়াই। যাইহোক, লস্ট সিম্বল বইটিতে একটি প্রাচীন গোষ্ঠী 'ফ্রী-ম্যাসন' দের নিয়ে বক্তব্য তে পরিপূর্ন। ফ্রি ম্যাসন-ফ্রি ম্যাসন বলতে বলতে ব্রাউনের মুখে ফনা উঠে গেছে। তবুও শেষ পর্যন্ত এই ম্যাসনদের উদ্দেশ্য বুঝতে ব্যর্থ হলাম।

ব্রাউন চাচা অনেক চেষ্টা করেছেন ম্যাসনদের কে 'মিস্টিরিয়াস' করে তুলতে-কিন্তু সফল হননি বলতে হবে। আর তিনি যে কই কই থেকে 'সিক্রেট' আর 'মিস্টিরি' খুজে পান যে বিরক্ত লাগে। এর আগে ফ্রান্স ও রোম নিয়ে মেতেছিলেন ঠিক আছে, কিন্তু এবার লাগলেন একদম আমেরিকাকে নিয়ে। আমেরিকাকে প্রাচীন সিক্রেট এর খনি দেখানোর চেষ্টা ভালো লাগেনি। কে জানে,ব্রাউন হয়ত বাংলাদেশে আসলেও সংসদ ভবনে 'ম্যাসনিক সিম্বল' আর পাবলিক টয়লেটে 'এনসিয়েন্ট মিস্টিরি' খুজে পেতেন!! কাহিনীর গাথুনি দুর্বল আর চুইনগামের মতো টেনে বড় করা মনে হয়েছে।

সামান্য ঘটনাতেই নায়ক রবার্ট ল্যাংডনকে চমকে উঠতে দেখি। কিন্তু পাঠক হয়েও আমি চমকাই না-বরং বিরক্ত হই চমকানো দেখে। প্যাগান(পৌত্তলিক)দের প্রতি তার অতি ভক্তি এই বইতেও পাওয়া যায়। এক কথায়,হতাশ হলাম উপন্যাস খানা পড়ে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।