আমাদের কথা খুঁজে নিন

   

ভিলেন বাবা,তুমি আমারে একটু তোমার ভালোবাসার ব্যাপারটা ক্লিয়ার কইরা কও!

আমার কথা সিরিয়াসলি নিয়া বাঁশ খাইলে নিজ দায়িত্বে বাঁশ খাইয়েন সজীবের সাথে সৌকির বিয়েটা পারিবারিক ভাবেই ঠিক হয়েছে। এখোনো বিয়েটা হয়নি। বিয়ে কিছুদিনের মধ্যেই হবে হবে এমনটাই ছিল অবস্থা। এর মাঝে তাদের ফোনে কথা হয়েছে। একটা ভালো জানাশোনা বলতে যা বোঝায় সেটাই হয়েছিল।

ব্যাপারটাকে প্রেম বললেও ভুল হবেনা। কিন্তু বাধ সাধল অন্য জায়গায়। বহুবছর আগে সৌকির বান্ধবীর ভাই সৌকিকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। সৌকি সেটা নাকচ করে দিয়েছিল। কিন্তু হঠাৎ সেই ছেলেই সজীবের বাবার কাছে ফোন দিয়ে সৌকির নামে নানান ধরনের কথা বলল যাতে বিয়েটা ভেংগে যায়।

স্বাভাবিক ভাবেই সজীবের মান্ধাতা আমলের বাবা বিয়েটা ভেংগে দিল। এদিকে সৌকি-সজীবের বোঝাশোনাটা প্রেমে রূপ নিয়েছে। বিশেষ করে সৌকি ভয়াবহ দূর্বল হয়ে পরেছিল। সৌকির মা-বাবা তাকে যতই বোঝানোর চেষ্টা করছে সে ততই কান্নাকাটি করছে। আমার প্রশ্নটা হল সেই ভিলেনের কাছে যে উলটাপালটা কথা বলে এত ঝামেলা বাধালেন।

তুমি ভাই কি এমন ডউয়ার ছালের ভালোবাসলা যে ভালোবাসার মানুষটার সুখও তোমার গায়ে সয়না?এইটা কোন দেশি ভালোবাসা। আমি ভালোবাসার যে ব্যাখ্যা শুনেছি তার সাথে তো তোমার ভালোবাসা মিলছে না। তুমি একটু আমাদের ব্যাপারটা ক্লিয়ার করে দাও! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।