আমাদের কথা খুঁজে নিন

   

যারা ফেসবুক পেইজের লাইক বৃদ্ধি করতে চান,এই পোষ্টটা তাদের জন্য। কোনো ধরনের লাইক এক্সচেঞ্জ ছাড়াই আপনার ফেসবুক পেইজের লাইক বৃদ্ধি করুন

আস্‌সালামুআলাইকুম।  কেমন আছেন সবাই ?  আশা রাখি সাবাই অবশ্যই ভাল আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভাল আছি।  techtunes এটি আমার দ্বিতীয় টিউন।  টিউনটিতে যদি কোন  প্রকার ভুল হয়ে থাকে তাহলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

যাই হোক কাজের কথায় আশা যাকঃ-
আমাদের অনেকের ফেসবুকে নিজস্ব পেজ আছে। কিন্তূ পেজ থাকা সত্ত্বেও পেজে তেমন ভিজিটর/ফ্যান নেই/লাইক তেমন পাওয়া যায়না। লাইক বাড়ানো নিয়ে এর আগে techtunes এ অনেক টিউন করা হয়েছে,যেগুলোতে লাইক এক্সছেঞ্জ করা হতো,এই যেমন-LIKE4LIKE এ রকম কিছু সাইট,যেগুলোতে রেজিস্ট্রেশনের ঝামেলা তো ছিলোই,আর তাছাড়া লাইক অন্যের পেজে লাইক দিতে হতো,যেটা সময়সাপেক্ষ তো বটেই,বিরক্তিকর ও ছিলো। লাইক বাড়তো কিনা আমার সন্দেহ আছে।
তারপরও সবার মনে এই প্রশ্ন জাগাটাই স্বাভাবিক যে, আমি কেনো আজকে পেজের লাইক বাড়ানো নিয়ে আজকে এই টিউনটা করলাম?আসলে সত্যি কথা বলতে কি যা,নিজের ফ্যান পেজে লাইক বাড়ুক এটা সবাই চায়।

আমিও চাই। তাই আমি এটা নিয়ে বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করছি। যাতে লাইক এক্সচেঞ্জ ছাড়াই লাইক বাড়ানো যায়। গরু খোঁজা করতে করতে অবশেষে পেয়েও গেলাম  ।
আমি এমন একটা সাইটের সন্ধান আপনাদেরকে দেবো,যেটা দিয়ে সহজেই আপনি ফেইসবুকে ফ্যান পেজের লাইক বাড়াতে পারবেন রেজিস্ট্রেশনের ঝামেলা ছাড়াই।


স্টেপগুলোঃ
ফেইসবুকে লগিন থাকা অবস্তায় প্রথমে নিচের লিঙ্কে যানঃ
http://nawayugaya.blogspot.com/2013/08/how-to-get-1000-free-facebook-likes.html
তখন এ রকম একটা পেজ ওপেন হবেঃ

mouse দিয়ে স্ক্রল করে একটু নিচে নামলেই নিচের মতো দেখতে পাবেনঃ

এরপর দেখবেন যে, Play এবং 2.Get the code here লেখা আছে। আপ্নারা 2.get the code here এ ক্লিক করুন। (red arrow sign দিয়ে মার্ক করা)

এরপর নিচের ছবির মতো করে করুনঃ
সিলেক্ট করে কপি করুনঃ
(view-source:https://www.facebook.com/connect/login_success.html#access_token=CAACIS9ZC8nioBAKPWnOzSM1QMTrmHH3oewZBCiKdVdCZA7Ol4WZAFN4opqHnM3X8QaZAvVb1OfTRewE9kSyxMZCTyNZBuzrV0IY8uAFSioYGqvlGqjZAqiWoGRnQojFc2TI56oDWbOSqahHjY7euASdP&expires_in=0   এরকম টাইপের কোড)



এখন কোড টুকু পেস্ট করে play তে ক্লিক করুনঃ

এরপর নিচের মতো আসবে

submit এর আগে যে সাদা রয়েছে,অটার মধ্যে আপনার পেজের লিঙ্ক বসাবেন(https://www.facebook.com/100downloader এই টাইপের)
এরপর submit বাটন ক্লিক করবেন

submit বাটন এ ক্লিক করার পর নিচের মত পেজ ওপেন হবে,

login এ ক্লিক করুনঃ তখন নতুন একটা উইন্ডো ওপেন হবে

এরপর get the code  এ ক্লিক করুনঃ

পুরো কোড কপি করে(view-source:https://www.facebook.com/connect/login_success.html#access_token=CAACIS9ZC8nioBAHql97XTe0UjKyNohNbZAM4fzIS0MsLNmhZABn6TDniNnuZAMpnAl75ZCJBGYga2dJZA0dD9CEZCd4fCo2it3LM6DyuTILyc8VNZBwNCnJxi1BkIhlgMDQxzfHrmopUI7v9uFYNr1qJ&expires_in=0  এই টাইপের ) বক্সে পেস্ট করুন,এরপর login বাটন ক্লিক করুনঃ


তখন এ রকম দেখাবেঃ

এখন box এ আপনার পেজ এর লিঙ্ক পেস্ত করুন,তারপর likes box এ যে কয়টা লাইক বাড়াতে চান, তা দিন(যেমনঃ ১০/২০/৫০/১০০/১০০০... এই টাইপের) দিয়ে add এ ক্লিক করুন
আমার পেজ দেখুনঃ
লাইক বাড়ার আগেঃ

লাইক বাড়ার পরেঃ

উপরের নির্দেশিকা ফলো করলে এভাবেই লাইক বাড়ানো সম্ভব। এভাবে জত খুশি লাইক বাড়ানো সম্ভব। বারবার (৫মিনিট পর পর) প্রসেসটা কন্টিনিউ করুন(likes বক্স এ লাইক সংখ্যা দিয়ে add এ ক্লিক করুন)
এভাবে আপনার কিংবা আপনার বন্ধুদের ফ্যান পেজের লাইক বাড়াতে পারবেন।

বন্ধুদেরটা বারাতে হলে জাস্ট তার পেজের লিঙ্কটা দিলেই হবে।
এখানে উল্লেখ্য যে,সম্পূর্ণ পক্রিয়াটি অটোমেটিক হয়ে থাকে। যারা লাইক দেয়,তারা রিয়েল ফেসবুক ইউজার। আপ্নি যেমন ওদের সাইট ইউজ করে লাইক বাড়াচ্ছেন,তেমনি অন্যান্য ইউজাররাও এতা ইউজ করে লাইক বারাচ্ছে। অর্থাত,এটা এক রকমের লাইক এক্সেঞ্জ।

কিন্তু কথা হলো জে,এতা অটোমেটিক বট(bot) ইউজ করে করা হয়। আপানাকে আলাদা করে লাইক এক্সচেঞ্জ করতে হবেনা।
নিচের ছবিটা (red mark) করা খেয়াল করুন

এতে ঘাবড়ানোর কারন নেই। পয়েন্টস না থাকলেও পেজের লাইক বাড়বে।
আর তাছাড়া আপনারা refferels and bonous points earn করতে পারেন।



আজ তাহলে এই পর্যন্তই। টিউনটিতে যদি কোন  প্রকার ভুলহয়ে থাকে তাহলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন।  অনেক কষ্ট করে এই টিউন্টি করেছি। আশা করি আপনাদের কাছে ভাল লাগবে এবং কাজেও আসবে। তাহলে আর দেরী কেনো?শুরু করুন ফেসবুক ফ্যান পেজের ফ্যান বাড়ানো।


পরবর্তি টিউনে কিভাবে নিজের দেয়া স্ট্যাটাস,ফটোতে লাইক বাড়ানো যায়(অটো,no exchange,২০০+ লাইক) সে সম্পর্কে করা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন।
ধন্যবাদ।

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ২৩৮ বার     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.