আমাদের কথা খুঁজে নিন

   

২য় টেস্টের প্রথম দিন : ইংল্যান্ড ২৭৫/৫



টসে জিতে ইংল্যান্ড ব্যাটিং নিয়েছে। খারাপ আবহাওয়ার জন্য ৭ ওভার কম খেলা হয়েছে। ৮৩ ওভার শেষে ইংলিশরা ৫ উইকেটে ২৭৫ রান করেছে। বাংলাদেশ সূচনা মন্দ করেনি। একটা ক্লোজ এলবি বাংলাদেশ (রাজ্জাক) পায়নি।

এটা খেলারই অংশ। তারপরও মন্দ হয়নি। আশঙ্কা ছিলো তামিম খেলতেক নাও পারেন। ফিল্ডিং করতে গিয়ে ব্যথা পেয়েছিলেন। শেষ পর্যন্ত নেমেছেন।

রুবেল আর রকিবুলের বদলে সফিউল আর রাজ্জাক ঢূকেছেন। শুরুতেই বাংলাদেশকে দারুন সূচনা এনে দেন বদলী পেসার সফিউল। রাজ্জাকও বেশ ভালো বল করেছের। সাকিব আর রাজ্জাক রান একটু বেশি দিচ্ছেন। সব চেয়ে কম রান দেবারপরও সাকিব কেন যে রিয়াদকে বল কম দিচ্ছেন এটাই অবাক লাগে।

আশি ওভার শেষ হবার সাথে সাথে প্রথম টেস্টে প্রতিবার ইংল্যান্ডকে নতুন বল নিতে দেখেছেন সাকিব। অথচ অঅজ তিনি নতুন বল নেননি। এটা অবাক লাগছে। কারণ নতুন বলে দারুন বল করেছেন সফিউল। সাথে রাজীব ছিলেন।

নতুন বলে আরেকটা বাড়তি উইকেট আজই যদি ফেলা যেত বাংলাদেশ ম্যাচের প্রাথমকি নিয়ন্ত্রন পেয়ে যেতো। বাংলাদেশের গ্রাউন্ড ফিল্ডিং এবং শূন্যে ক্যাচ ধরা খুব ভালো হয়েছে। আগুনে পুরনো ঢাকায় যারা মর্মান্তিক মৃত্যূর শিকার হয়েছেন তাঁদের স্মরণে টাইগাররা কালো ব্যাজ পরে মাঠে নেমেছেন। তাঁদের আত্মার শান্তি কামনা করছি। আর দোয়া করছি টাইগাররা যেন ভালো খেলা উপহার দিতে পারে।

গুড লাক বাংলাদেশ !! স্কোর কার্ড- Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।