আমাদের কথা খুঁজে নিন

   

লাশ হয়েও হরতাল সফল করার ঘোষণা বিএনপির



আগামী ২৭ জুন বিএনপির ডাকা হরতাল নিয়ে সাভারে আওয়ামী যুবলীগ ও বিএনপি এখন মুখোমুখী অবস্থানে। হরতালে অংশ নিলে নেতাকর্মীদের লাশ হয়ে ঘরে ফিরতে হবে বলে আওয়ামী যুবলীগ হুঁশিয়ারি দেয়ার পর বিএনপির নেতারা প্রয়োজনে লাশ হয়েও হরতাল সফল করার ঘোষণা দিয়েছেন। এ পরিস্থিতিতে দুটি দলের মাঝেই বিরাজ করেছে টান টান উত্তেজনা। আজ শুক্রবার সকালে আশুলিয়ার কুড়গাঁও ও সাভারের আনন্দপুরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ ঘোষণা দেন বিএনপি নেতারা। যুদ্ধাপরাধীদের বিচার দাবীতে বৃহস্পতিবার দুপুরে সাভারে যুবলীগ আয়োজিত সমাবেশ থেকে হরতালে অংশ নিলে নেতাকর্মীদের লাশ হয়ে ঘরে ফিরতে হবে বলে ঘোষণা দেন যুবলীগ নেতারা।

আশুলিয়ায় কুড়গাঁওয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক সাংসদ ডা: দেওয়ান সালাউদ্দিন বাবু, সাভার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কফিল উদ্দিনসহ বিএনপি নেতারা। তারা বলেন, হরতাল তাদের গণতান্ত্রিক অধিকার, লাশ হবার চ্যালেঞ্জ নিয়ে তিনি বলেন, প্রয়োজনে নেতাকর্মীরা লাশ হয়ে ফিরবে তবুও হরতাল সফল করবে। অন্যদিকে আনন্দপুরে আয়োজিত অপর আলোচনা সভায় বক্তব্য দেন, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সামাদ ও সাভার পৌরসভার মেয়র রেফাত উল্লাহ। আলোচনা সভা থেকে ছাত্রদলের শতাধিক কর্মীর মোটরসাইকেল মহড়ায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় ৩রা জুন লাশ হয়ে ঘরে ফিরতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছিল আওয়ামী যুবলীগ সাভারে আগামী ২৭ জুন বিএনপির ডাকা হরতালে অংশ নিলে নেতাকর্মীদের লাশ হয়ে ঘরে ফিরতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আওয়ামী যুবলীগ। যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরে সাভারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ ঘোষণা দেন নেতারা।

দেশব্যাপী আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে সাভার উপজেলা যুবলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, উপজেলার ভাইস চেয়ারম্যান রোকেয়া হক, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হাসান তুহিন, যুগ্মসম্পাদক মিজানুর রহমানসহ অন্য নেতারা। সমাবেশ থেকে স্লোগান দিয়ে বলা হয়, হরতালে আসবে যারা লাশ হয়ে ফিরবে তারা/ লাশ হয়ে ফিরবে কারা হরতালে আসবে যারা। সমাবেশে বলা হয়, হরতালের দিন গাড়ি চলবে, কলকারখানা চালু থাকবে। হরতাল প্রতিহত করার ঘোষণা দিয়ে ২৭ জুন নেতাকর্মীদের রাজপথে থাকার নির্দেশ দেন নেতারা।

এর আগে স্থানীয় সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদের নেতৃত্বে বের করা হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে স্থানীয় রানা প্ল­াজার সামনে শেষ হয়। এখানে অনুষ্ঠিত সমাবেশ শেষে যুদ্ধাপরাধী হিসেবে নিজামীর কুশপুত্তলিকা দাহ করা হয়। মিছিলের কারণে ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।