আমাদের কথা খুঁজে নিন

   

ব্রিটিশ পর্বতারোহী র মৃত্যু

ইমানের পরীক্ষা হয় সংকট কালে। ইমানের পরীক্ষা দিতে প্রস্তুত থাকুন।

পিটার কিনলখ নামের এক ব্রিটিশ পর্বতারোহী গত ২৫ মে বিকেলে এভারেস্ট জয় করেন। পরের দিন এভারেস্ট থেকে নামার সময় তাঁর মৃত্যু হয়। সঙ্গীরা তাঁর মৃতদেহ নামাতে পারেননি।

খবর এপি। তার ক্লাব সামিটক্লাইম্ব এক বিবৃতিতে জানায়, কিনলখ তাদের দলের সম্ভাবনাময় সদস্য ছিলেন। তবে এ বিবৃতি তাঁর মৃত্যু সম্পর্কে তেমন কোনো তথ্য দিতে পারেনি। কিনলখের মৃতদেহ এভারেস্ট চূড়া থেকে নামানোর কোনো উদ্যোগ সামিটক্লাইম্ব বা চায়না মাউন্টেইনিয়ারিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নেওয়া হবে কি না তা জানা যায়নি। বিরূপ আবহাওয়ার কারণে অতীতেও মৃত পর্বতারোহীদের লাশ উদ্ধার করা যায়নি।

চায়না মাউন্টেইনিয়ারিং অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান ওয়াং ইয়ংফেং এপিকে জানান, ভৌগোলিকভাবে স্থানটি ঝুঁকিপূর্ণ এবং কিছুক্ষণ পর পরই আবহাওয়া খুবই বিপদসংকুল হয়ে ওঠে। পাশাপাশি রয়েছে অক্সিজেনের প্রচণ্ড অভাব, যার ফলে মৃতদেহ উদ্ধার করা খুবই কঠিন হয়ে যায়। এভারেস্ট পর্বতমালা নেপাল ও চীনে বিস্তৃত হওয়ায় দুই দেশ থেকেই পর্বতে ওঠা যায়। চীনের দিক থেকে আরোহণকারীদের মধ্যে পিটার কিনলখ এ বছরের চতুর্থ ব্যক্তি, যাঁর এভারেস্ট থেকে আর নামা হলো না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।