আমাদের কথা খুঁজে নিন

   

জন্মভুমি অথচ-----



১)মাইকেল মধুসুদন দত্ত ২)রবীন্দ্রনাথ ঠাকুর ৩)যতীন্দ্র নাথ সেনগুপ্ত ৪)সূর্য সেন ৫)অশ্বিনী দত্ত ৬) বাঘাযতীন ৭)প্রীতিলতা ৮)সত্যেন্দ্রনাথ বসু ৯)বুদ্ধদেব বসু ১০)জীবনানন্দ দাশ ১১)সত্যজিৎ রায় ১২)ঋত্বিক ঘটক ১৩)জ্যোতি বসু ১৪)সুকান্ত ভট্টচার্য্য ১৫)অমর্ত্য সেন ১৬)বুদ্ধদেব ভট্টাচার্য্য ১৭)-------------------------------------- ------------------------------------------ ------------------------------------------ অন্ততঃ ক্রমানুসারে (৯) থেকে---- এই অধম এবং অনধিক আরো প্রায় ২কোটি মানুষ যারা বিনা দোষে শুধু ধর্মে হিন্দু হওয়ার কারণে একটা জন্মভূমি ত্যাগ করল বা করতে বাধ্য হলো তার একটা ইতিহাসকে মুছে দেয়ার জন্য যখন সবাই সক্রিয় তখন কে বলবে যে এই সব মানুষেরা আমাদেরই আত্মীয় ছিলো বা আছেন। প্রশ্নটা স্বীকৃতির।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।