আমাদের কথা খুঁজে নিন

   

নতুন ওপেন সোর্স অপারেটিং সিস্টেম " ক্রোম ওএস" নিয়ে আসছে গুগুল


মাইক্রোসফট উইণ্ডজ অপারেটিং সিস্টেম কে দৌড়ানি দেয়ার জন্য গুগুল নিয়ে আসছে তার নিজস্ব ওপেন সোর্স “ক্রম ওএস” অপারেটিং সিস্টেম। আসছে শরতে বিনামূল্য এ অপারেটিং সিস্টেম গুগুল সারা বিশ্বে ছড়িয়ে দেবে। প্রাথমিক ভাবে “ক্রোম ওএস” অপারেটিং সিস্টেমটি ল্যাপটপের জন্য বানানো হয়েছে। হোম পিসিতে এটি ব্যবহার করা যাবে কিনা তা পরিস্কার করে বলা হয়নি। আজ তাইওয়ানে গুগুলের ভাইস চেয়ারম্যান সুন্দর পিকাই গুগুল এর নিজস্ব অপারেটিং সিস্টেম বাজারে ছাড়া হবে এ সংক্রান্ত খবরের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

উল্লেখ্য সম্প্রতি গুগুল তার নিজস্ব সদর দপ্তর থেকে উইণ্ডজ অপারেটিং সিস্টেম সরিয়ে ফেলেছিল। তখন বিশেষজ্ঞ মহল ধারণা করেছিল উইণ্ডজের দূর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে গুগুল এ সিদ্ধান্ত নিয়েছিল এখন জানা গেল ঘটনাটা আদৌ সেরকম ছিল না। তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম অফিসে আনার জন্য এমন করা হয়েছিল বলে ধারণা বিশেষজ্ঞ মহলের। সুত্র. সিনহুয়া। বিস্তারিত এখানে ক্লিক করে পড়ে নিতে পারেন।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.