আমাদের কথা খুঁজে নিন

   

গল্প : দূর পাহাড়ের হাতছানি

Someone become successful and someone not but man loves and will love
৫ টনি ডায়েস আর ইংরেজের দলেরা - কিছুদূর আসার পর এক নিরালা স্হান দেখে - ততক্ষণে বৃষ্টিও থেমে গেছে, সেখানে সন্ধ্যা হয়ে যাওয়ায় রাতে অবস্হান করার মনস্হ করল। মাঝখানে আণ্ডন জ্বালিয়ে তার চারপাশ ঘিরে সকলে বসল। ইংরেজদের একটা অভ্যাস হলো মদ খাওয়া। তাই সংগে তারা বিরাট এক ক্যান ভর্তি মদ নিয়ে এসেছে। টনি ডায়েসকে মদ পরিবেশনের দায়িত্ব দেয়া হলো।

সে ইংরেজদের মদ পরিবেশন করতে বসল। মদটার সুগন্ধ বের হচ্ছে। টনি ডায়েস গোপনে একটু চেখে দেখল। তার কাছে খুবই মধুর লাগলো। এরকম মদ সে জীবনে কোনদিন খাওয়াতো দূরের কথা দেখেইনি।

তবে সে জেনে এসেছে এরকম খাঁটি মদ একমাত্র বিলেতেই তৈরী হতো। তার কাছে মদ মধুর লাগায় আরো কয়েক ঢোঁক গিলে ফেলল। হঠাৎ মাথাটা কেমন যেন চক্কর দিয়ে উঠল টনি ডায়েসের। কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে তার। এক সময় ঢলে পড়ল এবং হারিয়ে গেল ঘুমের রাজ্যে।

তারপর .................. চলবে ................. গল্প : দূর পাহাড়ের হাতছানি-১ গল্প : দূর পাহাড়ের হাতছানি-২ গল্প : দূর পাহাড়ের হাতছানি-৩ গল্প : দূর পাহাড়ের হাতছানি-৪ (বিদেশী কাহিনী অবলম্বনে)
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.