আমাদের কথা খুঁজে নিন

   

ময়না তদন্তই বটে!

নিপুণ লেখনীর শানিত গর্জন / লিখব আজ নিপুণ কথন || ময়না তদন্ত! || রুমের লাইট অফ করে দিয়ে এক ধ্যানে লেখালেখি করছি । ফেসবুকে অনলাইন । হঠাৎ চ্যাটের সাউন্ড হল । এর একটাই অর্থ দাঁড়ায়, তা হল কেউ একজন ফেসবুকে নক দিয়েছে । চ্যাট উইন্ডো খুলতেই পিলে চমকে যাবার যোগার! নক দিয়েছেন বিশিষ্ট "ময়না তদন্ত"! প্রোফাইলে এক পিচাশের ছবি! এক ধ্যানে লিখছিলাম, তাই হঠাৎ এমন একজনের দেখা পেয়ে বুকটা ধড়ফড় করে উঠলো । এমন অন্ধকারে যদি এমন কেউ এসে সামনে দাঁড়ায়, কেমন হবে ব্যাপারটা? যাহোক, আমি জানতাম না এমন কেউ আমার লিস্টে আছেন যিনি নিজেকেই "ময়না তদন্ত" বলে দাবি করেন! হাফ ছেড়ে বাঁচলাম যখন তিনি দয়া করে তাঁর আসল পরিচয় দিলেন । যাক, অশরীরী কেউ আমার রুমে ঢুকে পড়েনি । তাহলে কি বলতে চান এই তদন্ত ভদ্রলোক? খুব ঠাণ্ডা মেজাজে তিনি জানতে চাইলেন, "আপনি কেমন আছেন? আপনি তো পত্রিকায় লেখালেখি করেন, আপনাকে কিছু প্রশ্ন করি?" আমি আর ওমুখো হইনি । ঐ রূপ আমি আর দেখতে চাই না! শুধু বলে এসেছি, "ভাই, দয়া করে আইডির নাম আর ছবিটা বদলাও, নাহলে ফ্রেন্ডলিস্ট থেকে রিমুভ করতে বাধ্য হবো!" হায়রে ফেসবুকে নামের বাহার! দুদিন পরপর যদি এভাবে মানুষ নাম পরিবর্তন করে, তাহলে কে কোনজন চেনার উপায় আছে কি? কে নক দিল বুঝতে গিয়ে আমি তো মাঝে মাঝেই আবুল হয় যাই! Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.