আমাদের কথা খুঁজে নিন

   

গল্প : দূর পাহাড়ের হাতছানি

Someone become successful and someone not but man loves and will love
৪ হঠাৎ বানরের কিচির-মিচির চিৎকারে টনি ডায়েসের ঘুম ভেংগে যায়। চোখ মেলে দেখে - দূরে কয়েকটি হরিন মিলেমিশে চড়ে বেড়াচ্ছে। আর তাদের দেখেই বানরটি টনি ডায়েস কে হরিন শিকার করার জন্য ঘুম থেকে জাগিয়েছে। কিন্তু হঠাৎ মধুর স্বপ্নটা ভেংগে যাওয়ায় টনি ডায়েসের শিকারের প্রতি এখন আগ্রহ নেই। এদিকে সন্ধ্যাও হয়ে আসছে।

জোরে জোরে বাতাস প্রবাহিত হচ্ছে। ণ্ডঁড়ি ণ্ডঁড়ি বৃষ্টি নামছে। হরিণণ্ডলি তাদের নিরাপদ আশ্রয়ে চলে গেল। এখন বাড়ীর দিকে রওয়ানা দিলেও টনি ডায়েসের পৌঁছতে পৌঁছতে রাত্রি অনেক হয়ে যাবে। সে বনের অনেক গভীরে ঢুকেছে তাই এখন সময়মত ফিরে আসা কোন ভাবেই সম্ভব নয়।

এখন সে ভাবছে রাতটা এই গাছের উপরেই কাটিয়ে দেবে। এমন সময় বিদ্যুৎ ঝলকানি ও বজ্রপাতের আওয়াজে সামনে চেয়ে দেখল - কয়েকজন লোক শিকারীর বেশভূষায় সজ্জিত হয়ে তার দিকে আসছে, দেখতে সেই ইংরেজ ঊপনিবেশিকদের মত। যারা দীর্ঘ দুইশ বছর ষড়যন্ত্র ও কূটকৌশলের মাধ্যমে এ বাংলা দখল করে রাজত্ব করেছে এবং তাদের হাত থেকে মাত্র কয়েক বছর আগে উপমহাদেশ তথা বাংলা স্বাধীনতা পেয়েছে। সৃষ্টি হয়ে ভারত ও পূর্ব-পশ্চিম পাকিস্তান নামক দুইটি দেশ। শিকারীরা টনি ডায়েসের অনতিদূরে এসে তাকে কাছে ডাকল এবং সে কে ও কি জন্যে এখানে এসেছে তা জানতে চাইল।

টনি ডায়েস এমনিতে তাদের এ জংগলের গহীনে দেখে অবাক তার উপর তারা তাকে ডাকছে - একটু ভয় পেল। তবুও আস্তে আস্তে তাদের কাছে গেল এবং কোনমতে জবাব দিল। জবাব শুনে সে শিকারী জেনে তারা তাদের সংগে তাকে যেতে বলল। সেও তাদের সংগে রওয়ানা দিলো। সাথে তার বানর ও বন্দুকও নিল।

চলবে ................. গল্প : দূর পাহাড়ের হাতছানি-১ গল্প : দূর পাহাড়ের হাতছানি-২ গল্প : দূর পাহাড়ের হাতছানি-৩ (বিদেশী কাহিনী অবলম্বনে)
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.