আমাদের কথা খুঁজে নিন

   

World cup Mascots (ফুটবলের মাস্কট) [ ছবি ব্লগ ]

রেস্টে আছি আপাতত পোস্টানি বন্ধ :D

ফুটবলের জন্য প্রথম মাস্কট তৈরী করা হয় ১৯৬৬ সালে ইংলান্ড এ অনুষ্টিত ওয়ার্ল্ড কাপ ফুটবলের জন্য । এর পর থেকে প্রতি ওয়ার্ল্ড কাপেই আয়োজক দেশ নতুন মাস্কট তরী করে থাকে। মাস্কটগুলোর এর ছবি এখনে দিলাম .......... World cup wilie(1966 England): ওয়ার্ল্ড কাপ এর প্রথম মাস্কট এই সিংহ। Juanito(1970 Maxico): গায়ে মাক্সিকো দলের জার্সি , পায়ে বুট আর মুখে হাসি; এই হল জুয়ানিতো। Tip and Tap(1974 Germany):দুই ফুটবল প্রেমিক ভাই টিপ এবং টেপ।

Gauchito(1978 Argentina): 'গাউচো' মানে রাখাল, ফুটবল প্রিয় রাখাল মাতিয়ে রেখেছিল ৭৮ সালের ওয়ার্ল্ড কাপ। Naranjito(1982 Spen): কমলালেবু ও ফুটবল খেলা পারে !!! হয়তো স্পেন দেশে সেটাও সম্ভভ। Pique(1986 Maxico): 'পিক' এর আর কিছু না হোক গোফ আর টুপিটা পুরোপুরি মেক্সিকানদের , তাই চেহারা দেখলেই কাউকে বলে দিতে হবে না যে 'পিক' মাক্সিকান । Ciao(1990 Italy):মাথাটা ফুটবলের আর গায়ে ইতালির পতাকার রঙ, এই হলো 'চিয়াও'। পশ্চিমা দেশে বলে 'হাই' বা 'হেলো' আর ইতালি তে বলে 'চিয়াও', হয়তো দর্শকদের উদ্দশেই এই নাম ।

Striker(1994 USA):শুধু কি মানুষই ফুলবল খেলা পারে , কুকুরেরা কম কিসে, তাই প্রমান করল 'স্ট্রাইকার' নামের এই কুকুর। Footix(1998 France):এই মোরগ ই ছিলো ফ্রান্সের অনুষ্ঠিত ৯৮ এর ফুটবল ওয়ার্ল্ড কাপ এর প্রতিক। The spheriks(2002 Coria/Japan):তিনটি কাল্পনিক চরিত্র ( ভুত বল্লেও ভুল হবে না) অটো, নিক আর কাজ। Goleo and Pille(2006 Germany):সিংহ আর কথা বলতে পারা ফুটবল, ভালই জুটি বানিয়েছিল জার্মানরা। Zakumi(2010 South Africa):২০১০ সালের ফুটবল এর মাস্কট হল এই 'জাকুমি'।

সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন.........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।