আমাদের কথা খুঁজে নিন

   

আমার দেশ নিয়া আবার শুরু হইছে ক্যাচাল। ক্যাডা বাকশাল, কেডা গণতণ্ত্রের ধারক বাহক, কেডা ভারতের দালাল, কেডা পাকিস্তান রে চাটে..... মেজাজ খারাপ হই্য়া গেল। পোস্ট না দিয়া পারলাম না

ফুলটাইম ক্রুয়েল জোকার, পার্ট টাইম সিরিয়াস

আবার শুরু হইছে ফাউল প্যাচাল। আমার দেশ রে নিয়া লাগছে, কেডা ভারত আর কেডা পাকিস্তান --- ক্যাডা বাকশাল, কেডা গণতণ্ত্র ধারণ করতাছে সারা জনম ভইরা ভারত আর পাকিস্তান নিয়াই কাউকাউ করগা। বাঙলাদেশ নিয়া কিছু চিন্তা করনের দরকার নাই। যহন কাজ করার দরকার হইব দেশের জন্য তহনও এইরকম ই করবা। কেউ ভারতের জন্য, আর কেউ পাকিস্তানের জন্য।

স্বাধীনতার এত বছর পরেও এইগুলা নিয়াই মুখ গান্ধা করবা। দেশ মনে হইতাছে দলীয় সাপোর্টার রা কিনা হালাইছে। সারাদিনে যতবার ভারতের দালাল আর পাকিস্তানের দোসর বইলা গালাগালি কর ততবার যদি বাঙলাদেশ এর নাম নিতা, তাইলে আইজকা দেশ আরো ২০০ বছর আগাইয়া যাইত। যাউগগা। বাঙলাদেশের কোন পত্রিকা এক্কারে ধোয়া তুলসী পাতা হইয়া গেছে? সবাই তো কম-বেশি কোন একদিকে হেইল্লা আছে।

তয় কি সব পত্রিকাই বন্দ করন লাগবো। নাকি সবাইরেই যা খুশি তাই কইতে দিতে হইব? বাক স্বাধীনতা নিয়া দেহি সবার ঘুম হারাম হইয়া গেছে গা। যায় দিন খারাপ, আসে দিন আরো খারাপ। কবে কোন সরকারের আমলে ভালা ছিলাম আমরা?? অবস্থা এমন যে আপনে না ভোট দিলেন আর সেইডা যদি কোন দলের কেউ জানতে পারে, তাইলে সব দলেরই মাইনকা চিপায় পড়বেন। ভোট টা দিয়াও সুখ নাই।

না দিয়াও শান্তি নাই। এক সরকার এর পর আর এক সরকার আইবো। আগের চেয়ে বেশি প্রতিশোধপরয়ণ হইয়া। এরপর খালেদা ক্ষমতায় আইলে মনে হয়, ছাইড়া কতা কইব??? তারপর হাসিনা আইলে মনে হয়, চুম্মা দিব খালেদারে??? দুইজন ই যদি এইরকম অল্টারনেট করে, তাইলে প্রতিবার একজন এর চেয়ে আরেকজন বেশি প্রতিশোধ পরায়ণ হইব। যাউকগা।

ভাই, দুইজন ই তো বুড়ি হইয়া গেছে। হেরা আর কতদিন বাচব?? হেগো লেইগা কাইজ্জা কইরা আমগো তরুণ সমাজের মারামারি কাটাকাটি করাডা ভালা পাই না আামি। হাসিনা - খালেদা হেগো কিচ্ছু হইব না। মরব সাপোর্টার গুলা। হুদাই ।

ভালো-খারাপের মইধ্যে তো এখন আর তুলনা হয় না। দুইডা খারাপ জিনিসের মইধ্যে যেইডা কম খারাপ হেইডাই বাইচ্ছা লও। আমার মতে, ছাত্র ভিত্তিক সব দল (ছাত্রলীগ, ছাত্রদল, শিবির), এবঙ জনকন্ঠ, আমার দেশ আর ইনকিলাব এই সব কয়টারেই ব্যান করা উচিত। (নিতান্তই ব্যক্তিগত মত) তবে চ্যানেল ওয়ান বা টিভি চ্যানেল বন্ধ করার বিপক্ষে আমি। খালেদা একুশে বন করছিল।

হাছিনা চ্যানেল ওয়ান করছে। নেক্সট খালেদা আইলে আরো বেশি কিছু করব। তারপর আবার হাছিনা আইলে আরো আরো বেশি কিছু করব। ভাই সবাইরে একটা রিকোয়েস্ট। স্বাধীনতাকালীন সময়ের শেখ মুজিব এবং জিয়া, এবঙ স্বাধীনতা পরবর্তীতে জিয়ার অবদান নিয়া পিলিজ কোন তর্ক কইরেন না।

এরা আসলেই লিডার ছিল । এদেরকে পিলিজ তর্কের উর্দ্ধে রাকেন । এদের জন্য লীগ বা বি এন পি রে দোষী কইরেন না। দোষ যদি থাকে, সেইডা খালেদা এবঙ হাসিনার। রং দে বাসন্তী মুভির একটা ডায়ালগ মনে পরে গেল ।

জীবন ধারণ করার দুইটা উপায় আছে। হয় যা কিছু ঘটছে সেগুলো ঘটতে দাও, সহ্য করে যাও। আর না হলে , ঘটনার জিম্মাদারী নিজের হাতে তুলে নাও। সবাই ভালো থাকবেন। রাগ ঝাড়লাম।

আসলে কার উপর ঝাড়লাম নিজেই জানি না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।