আমাদের কথা খুঁজে নিন

   

আসুন কথা না বলে কাজে আমারদেশের পাশে দাড়াই। জাতিসংঘের ইমেইল এড্রেস।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

শত শত ব্লগে হাজারো পোষ্ট হবে। হাজারো পোষ্টে লাখো লাখো প্রতিবাদ হবে। লাখো লাখো প্রতিবাদে কোটি কোটি চিৎকার হবে। কোটি কোটি চিৎকারে কোটি কোটি কোটি কোটি ধ্বনি উচ্চারিত হবে।

কিন্তু কাজে কি হবে? কোন কাজেই আসবে না। কারণ আমাদের সরকার পুরোনো দিনের, তারা অনলাইনে আসে না। সরকারি আমলাগুলোও নেত্রী পুজোয় অন্ধ। তাই বলে কতক্ষন সহ্য করব শিক্ষীতের উপর অশিক্ষীতের অত্যাচার? কেন ভুলে যাব অসির চেয়ে মসিই বড়? আমাদের দেশ ডিজিটালের গন্ধ না পেলেও উন্নত বিশ্ব কিন্তু ডিজিটাল সার্ভিস দিচ্ছে বহুদিন ধরেই। সেই দিক মাথায় নিয়েই ঢুকে পরলাম http://www.un.org/ জাতীসংঘের এই সাইটে।

সেখান থেকে ইংরেজি ভাষা সিলেক্ট করে ক্লিক করলাম http://www.un.org/en/contactus/ 'কনটাক্টআস' অপশনে। তার পর লিখলাম, ডিয়ার স্যার, আমি বিশেষ প্রয়োজনে আপনাদের বরাবর একটি জরুরী বিষয়ে কমপ্লেইন করতে চাই। দয়া করে আপনাদের ইমেইল এড্রেস দিয়ে আমাকে কমপ্লেইন করার অধিকার দিন। ধন্যবাদ। ' ।

মিনিট সারেতিনেক পরে, আমার দেয়া ইমেইল এড্রেসে এই ইমেইল পাঠিয়ে দেয়া হলো। এবার ভাবলাম আপনাদের সাথে সেয়ার করে একটা ভাল কাজের সাথে সরিক হই। আশা করি আপনারা সবাই একটি করে এই এড্রেস বরাবর ইমেইল করবেন এবং জাতীয় এই ঘোর দুর্দিনে জাতীসংঘকে আমাদের পাশে থাকতে অনুরুধকরবেন। ------------------------------ যাদের হাতে সময় কম, বা লিখতে অলসতা লাগে তারা শুধু মাত্র নিচের ইংরেজি লেখাটুকু কপি করে নিজের যে কোন ইমেইল থেকে উপরুক্ত ইমেইলে পাঠিয়ে দিন। মেসেজ: ------------------------------------------------------------- Dear Sir, After the new AL government in Bangladesh has taken the power of governing the country about 16 months ago, it has started oppressing over the media and the journalists as the media is always publishing their faults in front of the nation. During this period the telecasting of two popular TV channels named Channel One and Jamuna Television have been stopped by the government. Very recently, today, another newspaper named Amardesh has been closed by the Government. The editor of the newspaper has been arrested. The faults of the newspaper are that it was publishing the news of the corruption, violence of the government party. And even the popular social networking site, Facebook has been banned as there was protest going on against government's oppression over the opposition and mass people. We, the mass people feel unsecured and are largely under threat in such situation. We hope UN would not keep silent in such a situation of state violence over it's people. Please take some measures against the government of Bangladesh. Name: Country: Date ========================== উপরোক্ত ম্যাসেজের নিচে আপনার নাম ও যেই দেশথেকে লিখছেন সেটা লিখেদিলে বেশ ভাল হবে।

এতে করে বুঝা যাবে মেসেজগুলো একজনের নয়, এমনকি একই জায়গারও নয়। --------------------------------------------- আপনার হাতে পর্যাপ্ত সময় থাকলে নিচের ইমেইল এ্যাডরেস গুলোতেও একটা করে ইমেইল করে দিতে পারেন। ১) Committee to Protect Journalists ২) Contact Amnesty International USA ৩) ৪) The Center for Economic and Social Rights ৫) ওআইসি http://www.oic-oci.org/feed_back.asp

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।