আমাদের কথা খুঁজে নিন

   

৫০ বছর বয়সে

আল বিদা

তখন আমার ৫০ বছর বয়েস কাজ নেই কর্ম নেই ঘুরার বড় খায়েশ কখনও সিলেটের পাহাড়ে কখনও বা সুন্দরবনের আধারে কখনও রুপচান্দা মাছ কখনও পাহাড়ী আহার। কখনও বগা লেক কখনও ধানক্ষেত এমনি করেই কাটে দিন নেই কোন ক্ষেদ। পায়ের নিচে শর্ষে কেবল ঘুরছি দেশে দেশে ভারতবর্ষ ঘুরে এখন ঘুরছি পরদেশে কখনও রাত কাটে যমুনার পাড়ে তাজমহল দেখে কখনও বা ঘুমিয়ে থাকি 'পা' নদীর তীরে কখনও কলোসিয়াম কখনও লুভর কখনও স্পেনের পথপ্রান্তর কখনও মূল্যা রুঝ কখনও জুয়ারীর বেশে আটলান্টিক শহড়ে কখনও দরবেশ হয়ে আমাজান বনে কখনও বা পিরামিডের পাশে কখনও জর্ডান নদী ঘেষে। নামায যদি পড়ি জেরুজালেমে দেখা যেন হয় পোপের সাথে ভ্যাটিকান সিটিতে মক্কা ঘুরে যখন ফিরি এই দেশে বঙ্গ জননী যেন মোরে লয় কাছে ডেকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।