আমাদের কথা খুঁজে নিন

   

Internet Download Manager V5.19.3 ফুল ভার্সন।$29.95 ডলার সাশ্রয় করে ফ্রী’তে ডাউনলোড করুন।

like...No..Other...........

সবাইকে সালাম ও শুভেচ্ছা। অনেকেই আই.ডি.এম (Internet Download Manager) নাম কম বেশী শুনেছেন। ইন্টারনেট ডাউনলোড মেনেজার সবচাইতে ভাল কাজ করে মজিলা ফায়ারফক্স এ । কারন মজিলায় IDM এর একটি এডঅন লোড হয়। আর যারা সবসময় ইন্টারনেট ব্যবহার করেন না কিন্তু এমন সব সফ্টওয়্যার আছে যেগুলো নেট থেকে সরাসরি ডাউনলোড হয় কিন্তু ডাউনলোড ফাইল থাকে না।

ওই ফাইলটি নিজ থেকেই IDM ডাউনলোড শুরু করে দেয়। যারা ব্যবহার করেন তারা তো ভালভাবেই জানেন এর সুবিধা। আর যারা ব্যবহার করেন না তাদের জন্য এর ফিচারগুলো আমি তুলে ধরব Internet Download Manager Feature: ১। আপনি কোন ভিডিও টিউটোরিয়াল দেখছেন কোন ওয়েবসাইট এ সেটি আপনি ডাউনলোড করতে চাইলেন দেখলেন যে ডাউনলোড দেওয়া নেই। কি করবেন তাই না? চিন্তা নেই আপনার যদি IDM থাকে তাহলে দেখবেন যে অটোমেটিক আপনার ইউআরএল এ ডাউনলোড লিংক এসে গেছে।

২। আপনি একটা ফাইল ডাউনলোড করছেন তাতে রিজিউম সাপোর্ট নেই। ফাইলটি ডাউনলোড করতে করতে কোন কারন বশত বন্ধ হয়ে গেল কি করবেন তাই না? যদি IDM থাকে তাহলে সহজেই আপনি রিজিউম করতে পারবেন। আপনি যে ফাইলটি ডাউনলোড দিয়েছিলেন সেই ফাইলটির ডাউনলোড লিংকটি পুনরায় নিয়ে (অর্থাৎ যেখান থেকে ডাউনলোড দিয়েছিলেন) বন্ধ হওয়া ফাইলটির Properties টি গিয়ে Address এ শুধু পেষ্ট করে দিন। তারপর রিজিউম লেখাতে ক্লিক করুন।

দেখবেন ফাইলটি আবার ডাউনলোড শুরু হয়ে গেছে। ৩। গ্রাব্যার প্রজেষ্ট যার মাধ্যমে আপনি একটি ওয়েব সাইটের সমস্ত ফাইল অর্থাৎ ভিডিও,অডিও,টেক্সট ইত্যাদি একটি ক্লিকের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। ৪। Scheduler এর মাধ্যমে আপনি একটি নির্দিষ্ট সময়ে আপনার পূর্বের বন্ধ করা ডাউনলোড ফাইল শুরু করতে পারবেন কিংবা নির্দিষ্ট সময়ে তা বন্ধ করতে পারবেন।

শুধু তাই না একটি নির্দিষ্ট সময়ে আপনি আপনার কম্পিউটারটাও বন্ধ করে দিতে পারবেন। ৫। যেকোন নতুন ব্রাউজার এড করলে তা সাথে সাথে IDM এর সাথে কানেকটেক্ট হয়ে যাবে। এবং ইচ্ছা করলে আপনি আপনার ডাউনলোডকৃত ফাইলের লিষ্টটা এডিট করতে পারবেন। অর্থাৎ আপনি কি কি ফাইল অটোমেটিকলি ডাউনলোডন করবেন তার লিষ্ট ।

৬। অটোমেটিক এন্টি ভাইরাস চেকিং এর মাধ্যমে আপনার ডাউনলোড করা ফাইলটি কে ভাইরাস সম্পকে সচেতন করে। আরো বিস্তারিত জানতে চাইলে এখানে ক্লিক করুন। লেটেষ্ট ভারর্শন হল ৫.১৯.৩.০ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন অথবা এখানে ক্লিক করুন। "এটি ১০০% অরজিনাল আই.ডি.এম এর মত কাজ করে"।

নিশ্চিন্তে ব্যবহার করুন এবং সুন্দর সুন্দর মন্তব্য করুন। যারা ব্যবহার করতে পারছেন না তারা নিচের নিয়ম অনুসরন করুন পূবের ভার্সন থাকলে Uninstall করার সময় সম্পূন ডিলেট অপশনে ক্লিক করুন, তাহলে registered ফাইল গুলো সাথে ডিলেট হয়ে যাবে। । আপনার ডাউনলোডকৃত আই.ডি.এম 5.19.3 ফোল্ডারে প্রবেশ করুন এবং এক্স ফাইলটিতে ক্লিক করে ইন্সটল করুন ----> ইন্সটল সম্পূণ হলে IDM Crack ফোল্ডারে প্রবেশ করে IDMan.exe এবং Registration.REG এই দুইটি ফাইল কপি করুন--->এবার যে স্থানে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ইন্সটল করা হয়েছে সে ফোল্ডারে প্রবেশ করে এই দুইটি ফাইল পেষ্ট করুন---> তারপর Registration.REG লেখা ফাইলটিতে ক্লিক করুন--->প্রথমে বক্সে ইয়েস এবং পরের বক্সে ওকে লেখাতে ক্লিক করুন। এখন স্টার্ট মেনুতে গিয়ে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ফোল্ডারে প্রবেশ করে IDM রান করুন এবং ১০০% নিশ্চিন্তে আনলিমিটেড ব্যবাহার করুন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.