আমাদের কথা খুঁজে নিন

   

তুই কি আমার পুতুল পুতুল ...

~ ভাষা হোক উন্মুক্ত ~
তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে যাকে নিয়ে স্বপ্ন আমার ঝড়তো দু’চোখ বেয়ে ... গত সপ্তাহ থেকে মনটা অনেক খারাপ। যারা আমার ফেসবুক ফ্রেন্ড, তাদের অনেকেই জানেন যে আমার বাবুটার বড় একটা এক্সিডেন্ট হয়েছে। সে কারণে মন খারাপ আমার। এই পোষ্টটাও লেখা সে জন্যেই। সবার মাঝে সচেতনতা তৈরীর করার চেষ্টা আর কি।

এইটা আমার বাবু, আদিত্য বাবু, সবাই চেনে দুষ্টুটাকে। সারাদিন ছুটোছুটি করে, এক মুহুর্ত শান্ত হয়ে বসেনা। পাটকাঠির মত চিকন, বুকের হাড় অনায়াসে গোনা যায় সবগুলো। সবাই বলে "হেলথ মিনিষ্টার" অনেক সুন্দর ছবি আঁকে আমার পাপাটা। আমাকে দিয়েছে এত্তগুলা ছবি তার মাঝে কয়েকটা ছবির ওপর গোটা গোটা করে লেখা "পাপা"।

সেই ছবির দিয়ে তাকিয়ে চোখের পানি ধরে রাখার উপায় খুঁজে পাইনা আমি ... ফোন করলেই শুধু বলে "পাপা ... আপনি কবে এসে পরবেন?"। জবাবটা জানা নেই আমার। একথা সেকথা বলে কাটিয়ে দেই। এভাবেই চলে গেছে সাড়ে পাঁচ বছর। পাপাটার আর ফিরে যাওয়া হয়নি তার আদরের জানের টুকরাটার কাছে।

বুক ভরে নেয়া হয়নি বাবুটার ঘ্রাণ। ওর নরম পায়ের তলায় কাতুকুতু দেয়া হয়নি কতদিন। তবুও ... পাপার সমস্ত বুকটা জুড়ে আছে ছোট্ট সেই বাবুটা। আমার সেই কার্টুন পাগল বাবুটার অসুখ। ওর গায়ে এসে পরেছে ফুটন্ত গরম পানি।

বুকের বেশ খানিকটা চামড়া গলে পরে গেছে গরম পানি পরে। রান্না করতে গিয়ে মাঝে মাঝে আমার হাতে গরম ছ্যাকা লাগে বা গরম তেল এসে পুড়েও যায়। সেই জ্বালা ভোগায় অনেক, আর বাবুটার শরীরে এত্তখানি জায়গা পুড়ে গেছে, ওর কষ্টটা মনে করতেই চোখ ভরে আসে আমার। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে তখন। গরম পানি নাড়াচাড়া করতে হবে খুব সাবধানে।

যাতে আমার বাবুর মত আর কারও বাবুর এমন না হয়। সবাই ভাল থাকুন ... সুস্থ থাকুন ...
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।