আমাদের কথা খুঁজে নিন

   

তুরস্ক-ব্রাজিল-ইরান চুক্তির সমালোচকদের আগে নিজেদের পরমাণু অস্ত্র ধ্বংস করতে হবে -এরদোগান



ব্রাজিল ও তুরস্কের উদ্যোগে সম্পন্ন ইরানী আণবিক জ্বালানি বিনিময় চুক্তির সমালোচনাকারী দেশগুলোর উচিত হবে যে, তারা তাদের পারমাণবিক অস্ত্রগুলো ধ্বংস করে দিন। মন্তব্য করলেন তুরস্কের প্রধানমন্ত্রী রজব তাইয়েব এরদোগান গত শুক্রবার। চুক্তি সম্পাদনে ইরানের সম্মতি আদায়ে ব্রাজিল ও তুরস্কের সাফল্যে পাশ্চাত্য ঈর্ষাবোধ করছে-এমন দাবি করার কয়েকঘণ্টা পর প্রধানমন্ত্রী এরদোগান এই মন্তব্য করেন। মার্কিন কর্মকর্তারা চুক্তির সমালোচনা করেছেন অংশত এই কারণে যে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া থেকে ইরানকে নিবৃত্ত করার কথা চুক্তিতে বলা হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্র আরো বলছে, নতুন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বিলম্বিত করার লক্ষ্যে চুক্তিটি হাতিয়ার হিসেবে ব্যবহার করার ইরানকে সুযোগ করে দেয়া হয়েছে।

রিও ডি জেনিরোয় জাতিসংঘ সম্মেলনে অংশগ্রহণকালে এরদোগান বলেন, চুক্তি নিয়ে যারা এ সমস্ত মন্তব্য করছেন, উচিত হয় তারা তাদের পারমাণবিক অস্ত্রগুলো ধ্বংস করে দিয়ে দুনিয়ার সামনে সুসংবাদ তুলে ধরুন। মার্কিন যুক্তরাষ্ট্র ও তার বিপুল পারমাণবিক অস্ত্র ভান্ডারকে লক্ষ্যে রেখে প্রধানমন্ত্রী এরদোগান এই মন্তব্য করেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন বৃহস্পতিবার ওয়াশিংটনে বলেন, ইরানকে নিয়ে ব্রাজিলের কূটনীতি চর্চায় মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোর অসম্মতি রয়েছে। ব্রুকিংস ইনস্টিটিউশনে এক সাক্ষাৎকারে ক্লিন্টন বলেন, ইরানকে সময় ক্ষেপণের সুযোগ করে দেয়ায় এবং তাদের পারমাণবিক কর্মসূচি প্রশ্নে আন্তর্জাতিক দাবি উপেক্ষা করতে দেয়ায় এই চুক্তি সম্পাদনে বিশ্ব আরো বেশি বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে। ক্লিন্টন বলেন, মার্কিন সরকারের একটি প্রধান দুশ্চিন্তা হচ্ছে এই যে, জ্বালানি বিনিময় চুক্তি সম্পাদন সত্ত্বেও ইউরেনিয়াম উঁচু মাত্রায় সমৃদ্ধ করার প্রক্রিয়া ইরান অব্যাহত রাখতে চাচ্ছে।

এরদোগান ও ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট লুইজ ইনাসিয়ো লুলা ডা সিলভা উভয় নেতা বলেন, পারমাণবিক জ্বালানি বিনিময় চুক্তিকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট অচলাবস্থার অবসান বলে তারা মনে করেন না। তাদের মতে, সংলাপে ইরানকে ফিরিয়ে আনার পথে চুক্তি হচ্ছে একটি প্রারম্ভিক পদক্ষেপ। চলতি সপ্তাহে চুক্তিপত্রটি আইএইকে পেশ করা হয়। চুক্তি অনুযায়ী ১২শ' কিলোগ্রাম ইউরেনিয়াম ইরান তুরস্ককে হস্তান্তর করবে এবং ২০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম থেকে উৎপন্ন জ্বালানি রড ইরান বিনিময়ে হস্তগত করবে তুরস্ক থেকে। বর্ণিত স্তর পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম রিসার্চ রিএকটরে ব্যবহারের জন্য পর্যাপ্ত সাব্যস্ত হবে-কিন্তু সমৃদ্ধকরণের স্তর খুব নিম্ন হওয়ায় ঐ ইউরেনিয়ামে আণবিক বোমা তৈরি করা যাবে না।

সমঝোতার বিরোধিরা উদ্বেগ জানাচ্ছেন যে, ইরান নিম্নমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ভান্ডার তৈরি করে চলেছে এবং সমৃদ্ধ করার প্রক্রিয়াকে ২০ শতাংশ স্তরের কাছাকাছি নিয়ে পৌঁছানোর একটি বহুমুখী কর্মসূচি কার্যকর করে চলেছে। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী সেলসো এমোরিস রিওডি জেনিরোয় সাংবাদিকদের বলেন, গত বছর তাদের প্রস্তাবিত সমঝোতায় মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্য দেশগুলো যে শর্তগুলো পেশ করেছিল, জ্বালানি বিনিময় চুক্তিতে সবগুলো শর্ত পূরণ করা হয়েছে। এমোরিম বলেন, আমরা ইরানের পক্ষাবলম্বী নই। আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে যাচ্ছি। লুলা ডি সিলভা বলেন, বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চলে স্থিতিশীলতা কায়েমের জন্য কেবল নয়, বরং আরো বড় হুমকি থেকে বিশ্বকে বাঁচানোর জন্য বিরোধের মীমাংসার লক্ষ্যে আমরা চুক্তি সম্পাদন করেছি।

ইতোমধ্যে ওবামা ও রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ একটি নতুন অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্বাক্ষর করেছেন। যার আওতায় তাদের নিজ নিজ দেশের বর্তমান ২২শ' সংখ্যক আণবিক অস্ত্রের পরিমাণ হ্রাস করে তারা ১৫শ' ৫০ সংখ্যায় নিয়ে আসবেন। দু' দেশের প্রত্যেকের ভান্ডারে ১৯৫০ দশকে এই সংখ্যায় আণবিক অস্ত্র মজুদ ছিল। রুশ সংসদ ও মার্কিন কংগ্রেসে চুক্তিটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আরব নিউজ


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।