আমাদের কথা খুঁজে নিন

   

যে কথাগুলো শুনতে সবার ভাল লাগে

গভীরে যেতে চাই, অনেক গভীরে, যেখানে সুন্দর একটা মন থাকে আপনি যত অ-সুন্দর বা কুৎসিত নিজেকে ভাবেন না কেন। যদি কেউ বলে আপনি ভারী সুন্দর, আপনার কাজগুলো ভাল/সুন্দর। আমি নিশ্চিত, কথাটি আপনার ভাল না লেগে পারবে না। আসলে সুন্দর, অ-সুন্দর লুকিয়ে থাকে মানুষটির কাজ/কর্মের মধ্যে। বাহ্যিক দৃষ্টিকোন থেকে কেউ কেউ চেহারায় সুন্দর হলেও তাদের অ-সুন্দর কাজগুলো তাদের সৌন্দর্য নষ্ট করে ফেলে।

আবার কেউ কেউ তাদের অ-সুন্দর চেহারা নিয়েও অনেক সু-কর্ম করে বেড়ায়। সমাজের মানুষ কিন্ত তার কর্মের প্রসংশা ও তাকে সম্মান করতে কার্পন্য করে না। প্রকৃত পক্ষে চেহারা কোন বিয়ষ নয়। বিষয় হল কাজ। যার কাজ কর্ম ভাল, সে সবার কাছে সম্মানের যোগ্য।

আর যে মন্দ কাজে লিপ্ত, তাকে মানুষ ঘৃণার চোখে দেখবে এটাই স্বাভাবিক। এই স্বাভাবিকতাকে অস্বীকার করার উপায় নেই। তাছাড়া সৃষ্টিকর্তার সৃষ্টির উপর তো মানুষের কোন হাত নেই। আর কেউ নিজে নিজে সৃষ্টিও হতে পারে না।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.