আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা আমার......................

বাংলা আমার...................

বাংলা আমার মুখের ভাষা বাংলা আমার প্রান বাংলা আমার হ্মেতের ফসল একটি পাকা ধান। বাংলা আমার মায়ের আঁচল বাংলা আমার গান বাংলা আমার ময়না টিয়া পাখির কলতান। বাংলা আমার স্বাধীনতা বাংলা প্রানের সুর বাংলা আমার রাখালিয়া উদাসী আচিঁনপূর। বাংলা আমার শাপলা-শালুক বাংলা কদম ফুল বাংলা আমার পদ্মা-মেঘনা নদীর দুটি কুল। বাংলা আমার রবি ঠাকুর বাংলা দুখু মিয়া বাংলা আমার জীবনানন্দ বাংলা আমার প্রীয়া। বাংলা আমার ভাটিয়ালী বাংলা জারি-সারি বাংলা আমার কৃষ্ণচুড়া বাংলা গরুর গাড়ী। বাংলা আমার রাধা রমন বাংলা ফকির লালন বাংলা আমার হাছন রাজা মানব ধর্ম পালন। বাংলা আমার সবুজ-শ্যামল বাংলা সোনার ধান বাংলা আমার সকল ধর্ম শান্তি সুখের গান। ______________________________ ______________________ ________________ স্বপ্নবাজ মতিউর রহমান মিঠু বনশ্রী,রামপুরা,ঢাকা ২১' ফেব্রুয়ারী-২০০২ ইং

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.